বিনোদন

বহু প্রতীক্ষার পর সম্প্রতি ওটিটি-তে মুক্তি পেল ‘শর্মাজি কি বেটি’র ট্রেলার

After a long wait, the trailer of 'Sharmaji Ki Beti' was recently released on OTT

The Truth Of Bengal :  অপেক্ষার অবসান। সম্প্রতি ওটিটি- তে প্রকাশিত হল তাহিরা কাশ্যপ খুরানার আসন্ন ফিচার ফিল্ম ‘শর্মাজি কি বেটি’র ট্রেলার। ট্রেলারটি মুলত তিনজন মধ্যবিত্ত মহিলা এবং দুই কিশোরী মেয়ের অভিজ্ঞতা এবং সংগ্রামের কথা তুলে ধরে। আর তাদের সবার নামেই রয়েছে ‘শর্মা’। যেখানে সাক্ষী হল একটি চরিত্র যিনি শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন। যিনি মধ্যবিত্তের অস্তিত্বের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে করে চলেছেন কঠোর সংগ্রাম। অপর ভূমিকায় রয়েছেন দিব্যা দত্ত নামে একজন মহিলা। যিনি সম্প্রতি পাতিয়ালা থেকে মুম্বাইতে চলে এসেছেন। এবং তার ব্যস্ত স্বামীর কাছ থেকে মনোযোগের জন্য তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। তবে স্বামী তার প্রতি আগ্রহী নন। অবশেষে দেখা গেছে সাইয়ামি খের’কে, যিনি একজন ক্রিকেটার। তাকে দেখা যাবে অবিবাহিত ক্রীড়াবিদ হিসেবে। ক্রমাগত পিতৃতান্ত্রিক রীতিনীতির বিরুদ্ধে লড়াই করে তার পেশাকে রক্ষা করবেন তিনি।

তাহিরা এর আগে শর্ট ফিল্ম টফি (2017) এবং নৃতত্ত্ব চলচ্চিত্র জিন্দেগি ইনশর্ট (2020) এর একটি অংশ পরিচালনা করেছিলেন। শর্মাজি কি বেটি-তে শারিব হাশমি, পারভিন দাবাস এবং বংশিকা তাপারিয়া প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে “শর্মাজি কি বেটি” মুক্তি পাবে ২৮ জুন ওটিটি- তে ভিডিওতে।

Related Articles