কলকাতা

সিট বেল্ট মাস্ট,উল্লেখ করতে হবে স্কুল বাস,পড়ুয়াদের স্বার্থে একগুচ্ছ নির্দেশিকা রাজ্যের

A set of guidelines of the state for the interest of the students

The Truth of Bengal: স্কুলের পড়ুয়াদের যাতায়াতের জন্য পুলকারের উপর নির্ভর করতে হয়।পুলকার ছেলে-মেয়েদের পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন অভিভাবকরা।কিন্তু অনেক সময় সেই পুলকারের চালকরা নিয়ম না মানায় ভুগতে হয় অভিভাবকদেরই।বাবা মায়েদের টেনশন কমাতে চায় রাজ্য সরকার।সেজন্য জারি করা হল একগুচ্ছ নির্দেশিকা।  রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়টি জানিয়ে দেন। সেক্ষেত্রে যে সমস্ত নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি হল-

১. গাড়ির কাগজপত্র ও পারমিট থাকতে হবে

. অতিরিক্ত পড়ুয়া বহন করা যাবে না

. গাড়িতে হলুদ ও নীল রং দিয়ে চিহ্নিত করতে হবে।

. প্রত্যেক গাড়িতে কার্যকরী ভিএলটিটি লাগানো এবং স্কুল বাস কথাটি লেখা বাধ্যতামূলক।

৫. নিয়মিত গাড়ির রক্ষণাবেক্ষণ করতে হবে এবং তার সঠিক কাগজ রাখতে হবে।

৬. গাড়ির মালিক ও চালকের পরিচয়পত্র, ফোন নং অভিভাবকদের কাছে রাখতে হবে।

৭. আপতকালীন পরিস্থিতির কথা ভেবে পুলিশ ও অন্যান্য সরকারি দফতরের নং অভিভাবকদের কাছে রাখতে হবে।

৮. প্রাইভেট গাড়ী গুলিকে বানিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

৯. প্রত্যেক স্কুলের একজন করা ট্রান্সপোর্ট ম্যানেজার থাকা উচিত।

১০. আপতকালীন অবস্থায় কি করনীয় সে বিষয়ে ছাত্রদের অবগত করা।

Related Articles