সিউড়িতে বাউলমেলার আয়োজন, বাউল শিল্পীদের ভিড় জমে এই মেলায়
Baul Mela started at Hari Baba's Ashram

The Truth of Bengal: সিউড়িতে বাউলমেলার আয়োজন। আষাঢ় মাসের প্রথম দিন থেকেই হরি বাবার আশ্রমে বাউল মেলা আয়োজিত হয়। দূর দূরান্ত থেকে বাউল শিল্পীদের ভিড় জমে এই মেলায়। বাউল গান শুনতে এই মেলায় ভিড় জমে বহু গ্রামের মানুষজনের।
প্রথা মেনে প্রতি বছরের মতো এছরও চাঙুরিয়া গ্রামে সারম্বরে পালিত হচ্ছে বাউল মেলা। সিউড়িতে অবস্থিত অত্যন্তই গ্রাম্য এলাকা এই চাঙুরিয়া। সেখানেই অবস্থিত হরি বাবা আশ্রম। জানা যায়, ২০০০ সালে হরি বাবার হাত ধরেই গড়ে উঠেছিল এই আশ্রম। সেই আশ্রমেই ছোটখাটো বাউল সাধকদের নিয়ে তিনি বার্ষিক অনুষ্ঠান করে থাকতেন। হরি বাবার মৃত্যুর পর থেকে সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন তাঁর শিষ্যরা। আষাঢ় মাসে হরি বাবার মৃত্যু দিন উপলক্ষে প্রতিবছরই এই গ্রামে বাউল, ফকির গানের আসর বসান সাধু-সন্ন্যাসীরা। রাত হওয়া মাত্রই বাউলের সুরে মেতে ওঠে এই আসর।
তিন ধরে চলে এই অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে এই এই আশ্রমে আসেন বাউল শিল্পীরা। শুধুমাত্র এরাজ্যই নয়, ভিনরাজ্য থেকেও এই মেলায় ভিড় জমান সাধক থেকে শুরু করে বাউলরা। ইতিমধ্যেই তিনদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আশ্রম জুড়ে সাজো সাজো রব। আশ্রমের এই অনুষ্ঠানে চলে তিন দিন ধরে খাওয়া-দাওয়ার আয়োজন থাকে। সাড়ম্বরে পালিত হওয়া এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন গ্রামের মানুষজনও।