নাক ফাটলেও প্রাকটিস বন্ধ করছেন না এমবাপে
Mbappe is not stopping practice even with a broken nose

The Truth Of Bengal: ইউরো কাপের ম্যাচে নাক ফেটে গিয়েছে কিলিয়ান এমবাপের। তার নাকে প্লাস্টার লাগানোর ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মাঝেও এমবাপে মিস করতে চাইছে না পরবর্তী ম্যাচগুলো। সে কারণে ফিরলেন অনুশীলনে। প্যাডারবর্নে তার অনুশীলন করার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ফুটবলের প্রতি দায়বদ্ধতা থেকেই এই অনুশীলন বলে মত এমবাপের সমর্থকদের।
নাক ফাটার যন্ত্রণায় কষ্ট পেলেও এমবাপে এর মাঝে জানান ঝুঁকি ছাড়া জয় আসে না। সেই থেকে জল্পনা শুরু হয় ইউরো কাপের কোন ম্যাচে মিস করতে চাইছেন না তিনি, দলের সঙ্গে থেকে দলকে জেতানোর জন্য বদ্ধপরিকর এই তারকা ফুটবলার। এমবাপেকে নিয়ে কোচ দিদিয়ের দেশঁর জানিয়েছেন , প্র্যাক্টিস এর মাঝেও এমবাপে নিজের নাকে বারবার হাত দিয়ে দেখেছেন প্লাস্টার ঠিক আছে কিনা। তবে নেদারল্যান্ডের বিরুদ্ধে তাকে যদি খেলতে হয় তবে নাকে মাক্স লাগিয়ে তবেই খেলতে নামতে হবে বলে জানান তার কোচ।
কোচ আরো জানান এমবাপেকে তার সাথেও তাদের সঙ্গে থাকতাম মজা করতেও দেখা গিয়েছে প্র্যাকটিসের সময়। উল্লেখ্য সোমবার রাতে ইউরোয় খেলতে নেমেছিল এমবাপে। সেই ম্যাচে হেড করার সময় অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন ডান্সোর কাঁধে ধাক্কা খায়। সোজা নাকে গিয়ে লাগে ধাক্কা। বেশ কিছুক্ষণ মাটিতে শুয়ে পড়েন তিনি। একেবারে রক্তারক্তি অবস্থার মাঝে মাঠ ছাড়েন এমবাপে । অবশেষে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এমবাপেই ইউরো কাপের ম্যাচ মিস করতে চাইছেন না তাই ফিরেছেন প্র্যাকটিসে।