বিনোদন

দিনক্ষণ পাকা! আসছে ‘মির্জাপুর ৩’-র ট্রেলার

The trailer of 'Mirzapur 3' is coming

The Truth of Bengal: অপেক্ষার অবসান। আসছে বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘মির্জাপুর ৩’ এর ট্রেলার। মুক্তির তারিখ ঘোষণা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে কালীন ভাইয়া থেকে গুড্ডু, সকল গুরুত্বপূর্ণ চরিত্ররাই আছেন। এছাড়াও ট্রেলার মুক্তির আগেই আনা হয়েছে আরও একটি ভিডিয়ো। যার মাধ্যমে আরেকবার মনে করিয়ে দেওয়া হয়েছে দর্শকদের। তাহলে কবে মুক্তি পাচ্ছে ‘মির্জাপুর ৩’ এর ট্রেলার?

দিনক্ষণ পাকা। খুব শীঘ্রই আসছে বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ মির্জাপুর ৩ এর ট্রেলার। যা নিয়ে রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকেরা। তবে এবার অপেক্ষার অবসান। কারণ মির্জাপুরের নির্মাতারা সম্প্রতি সেই ট্রেলার মুক্তির তারিখ প্রকাশে এনেছেন। মুক্তির তারিখ ঘোষণা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টও শেয়ার করেছেন। আর সেখানেই বলা  হয়েছে সিরিজটি আগামী ২০ জুন মুক্তি পাবে। ভরপুর সাসপেন্স আর থ্রিলারের এই সিরিজ নিয়ে দর্শকের উত্তেজনার শেষ নেই।

আর এবার ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা হতেই অত্যন্ত আনন্দিত দর্শকেরা। তবে সেই ট্রেলার মুক্তির আগে ইউটিউবে সিরিজ কর্তৃপক্ষের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে মিজাপুর ৩ এর প্রধান চরিত্রগুলিকে দেখানো হয়েছে। বলা চলে মির্জাপুর ৩ আসার আগে দর্শকদের জন্য প্রত্যেকটি চরিত্রকে আবার ফিরিয়ে আনা। এক ঝলকে দেখে নেওয়া প্রত্যেকটি চরিত্রকে। কালীন ভাইয়া থেকে গুড্ডু সকল চরিত্রই রয়েছেন এই ভিডিওতে। অন্যদিকে পোস্টারেও মির্জাপুর ৩ এর অন্যতম মূল চরিত্রগুলিকে দেখা গিয়েছে।

Related Articles