Paytm- এর নন-এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে রাজীব আগরওয়াল, পদত্যাগ নীরজ অরোরার
Rajeev Aggarwal as Paytm's Non-Executive Independent Director, Neeraj Arora resigns

The Truth Of Bengal : Paytm- এর নন-এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে এলেন প্রাক্তন আইআরএস অফিসার রাজীব আগরওয়াল। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই প্রাক্তন আই আর এস অফিসার এবার ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল ফিনান্সিয়াল টেকনোলজি কোম্পানির অন্যতম প্রধান দায়িত্বে এলেন। এতদিন এই পদে ছিলেন নীরজ অরোরা। তিনি বোর্ড থেকে পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় নতুন দায়িত্বে এলেন রাজীব আগরওয়াল। অভিজ্ঞ এই প্রাক্তন আইআরএস অফিসারকে Paytm তাদের সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে আনলেন। সোমবার থেকে তিনি এই সংস্থার দায়িত্ব গ্রহণ করেছেন।
অন্যদিকে নীরজ অরোরার পদত্যাগও গ্রহণ করেছে সংস্থাটি। আইআরএস ১৯৮৩ ব্যাচের সদস্য ছিলেন রাজীব আগরওয়াল। তিনি ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। SEBI- র সার্বক্ষণিক সদস্য হিসেবে তিনি দীর্ঘ ২৮ বছর কাজ করেছেন। ভারতীয় রাজস্ব পরিষেবার গুরুত্বপূর্ণ কাজে তিনি নিযুক্ত ছিলেন। ভারতীয় বাজার নীতি সংস্কারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রাক্তন এই আইআরএস অফিসার। এধরনের অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন অফিসারকেই নিজেদের সংস্থার সঙ্গে যুক্ত করলেন Paytm কর্তারা। ২০১২ সালে এম এফ শিল্পের পুনরুজ্জীবনে তার ভূমিকা ছিল অনেক। ভারতীয় স্টক মার্কেটে ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি কাজ করেছেন। ২০১৫ সালে SEBI-র ফরওয়ার্ড মার্কেট কমিশনের গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন।
রাজীব আগরওয়াল আইআইটি রুরকি থেকে ইঞ্জিনিয়ারিং স্নাতক হন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল ফিনান্সিয়াল টেকনোলজি কোম্পানি। এই নতুন দায়িত্বে আসার আগে পর্যন্ত তিনি ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের বোর্ডের চেয়ারম্যান ও স্বাধীন পরিচালকের দায়িত্ব পালন করেছেন। Paytm-এর প্রতিষ্ঠাতা ও সিইও বিজয় শেখর শর্মা বলেন, রাজীব আগরওয়াল এর মতন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রাক্তন আইআরএস অফিসারকে তাদের সংস্থার সঙ্গে যুক্ত করতে পেরে তিনি খুশি। তাঁর এই অংশগ্রহণে সংস্থা আরও এগিয়ে চলবে বলে আশা প্রকাশ করেছেন তিনি