রাজ্যের খবর

চাষের জমি থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার , চাঞ্চল্য এলাকায়

A mutilated body of a man was recovered from a cultivated land in Chanchalya area

The Truth Of Bengal,নদিয়া,মাধব দেবনাথ : পাট জমি থেকে এক মধ্য বয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনাটি ঘটেছে , নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভাতজাংলা এলাকায়।

স্থানিয় সূত্রের খবর , রবিবার সকালে এলাকার মানুষেরা মৃতদেহটিকে দেখতে পায় । খবর পাওয়ার সাথে সাথে স্থানিয় বাসিন্দার পুলিশে খবর দেয় । খবর পাওয়ার সাথে সাথে ঘতনাস্থলে পৌঁছায় পুলিশ । প্রাথমিক সূত্রের অনুমান ওই ব্যক্তিকে খুন করে ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা। ঘটনাটি জানা যায় এদিন কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের একটি বেসরকারি হোটেলের পিছনে পাট জমিতে পড়েছিল ওই ব্যক্তির মৃতদেহ। অন্যান্য চাষিরা যখন তাদের জমিতে যায় তখন দেখেন ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

পাশাপাশি  খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। দেহের বেশ কয়েক জায়গায় রক্ত লেগে থাকার কারণে প্রাথমিক অনুমান করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। তবে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় সম্পর্কেও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related Articles