দেশ

আধারে ভুল সংশোধনের সময়সীমা বাড়াল কেন্দ্র, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে পরিষেবা

Center extends deadline for correcting mistakes in Aadhaar, free service till September 14

The Truth of Bengal: বিনামূল্যে আধার কার্ডের ভুল ত্রুটি সংশোধন করার সময়সীমা বাড়াল কেন্দ্র। আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। শেষবার চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। পরে তা বাড়িয়ে ১৪ জুন করা হয়েছিল। এবার সেই সমসয়সীমা আবারও বাড়ানো হল। নির্ধারিত এই সময়সীমার মধ্যে বিনামূল্যে আধার সংযোগের কাজ সেরে ফেলতে পারেন। তারপর এই কাজ করতে দিতে হবে টাকা।

১৪ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। এর মধ্যে থাকবে জন্মতারিখ, নাম, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি তথ্য। আধারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই তথ্যগুলি ভেরিফাই করে সংশোধন করা যাবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে ওয়েবসাইটে। ১৪ সেপ্টেম্বরের মধ্যে আপডেট করলে কোনও টাকা দিতে হবে না। একেবারে নিখরচায় আধার আপডেট করা যাবে। সংশোধন করে নিতে পারবেন আপনার আধার কার্ড।

১৪ সেপ্টেম্বরের পর দিতে হবে টাকা দিতে হবে আধার কার্ড সংশোধন করতে হলে। এই বিনামূল্যে আপডেট করার পরিষেবা MyAadhaar পোর্টালে পাওয়া যাবে। সেখানে গিয়ে নির্দিষ্ট পদ্ধতি মেনে ধাপে ধাপে আধার কার্ডের ভুল সংশোধন করে নিতে পারবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাগরিকদের দ্রুত আপডেট করার পরামর্শ দিয়েছে UIDAI। আপনার আধার কার্ডে যদি কোনও ভূলত্রুটি থাকে তা হলে, বিনামূল্যে এখনই তা সংশোধন করে নিন। ১৪ সেপ্টেম্বরের পর আধার সংশোধন করতে হলে দিতে হবে টাকা। দু’বার সময় বাড়ানোর পর আবার সময় বাড়ানো হল। পরে আর নাও বাড়ানো হতে পারে সময়।

Related Articles