কলকাতা

হাওড়া ও বেনারসের মধ্যে মিনি বন্দে ভারত ট্রেন চালু সংক্রান্ত খবর বিভ্রান্তিকর: পূর্ব রেল

News regarding launch of Mini Vande Bharat train between Howrah and Benares is confusing: Eastern Rail

The Truth Of Bengal : রাহুল চট্টোপাধ্যায় :  বেশ কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এ একটি খবর চোখে পড়ছে যে হাওড়া ও বেনারস এর মধ্যে একটি মিনি বন্দে ভারত ট্রেন চালু হতে চলেছে খুব শীঘ্রই। এটি সম্পূর্ণ রূপে মিথ্যা , অসত্য এবং বিভ্রান্তিকর। এই রকম কোনো ট্রেন চালানোর পরিকল্পনা পূর্ব রেল বা রেলওয়ে বোর্ডের তরফ থেকে এখন নেই বা কোনো চর্চাও হচ্ছে না।

এই ধরণের বিভ্রান্তিকর কোনো প্রতিবেদন এর থেকে নিজেদের দূরে রাখুন। পূর্ব রেল এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিউজ ফলো করুন যেখানে প্রতিনিয়ত সাধারন মানুষের সামনে সত্যতাকে তুলে ধরা হয়। ভুয়ো খবরটিতে দেখানো হচ্ছে ট্রেনটির টাইমিং, এবং কোন কোন স্টেশন গুলিতে থামবে তার তালিকা। পূর্ব রেল এর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “এই ধরনের ট্রেনটি চালানোর কোনো চিন্তা ভাবনা এখনই নেই রেলের।”

Related Articles