বিনোদন

করণের নাম ভাঙিয়ে প্রচারে অন্য পরিচালক

Karan's name is broken by another director in the promotion

The Truth Of Bengal : করণ, বলিউডের এক খ্যাতনামা পরিচালক এবং প্রযোজক। তার হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছে বহু তারকার। নিজের হাতে গড়ে দিয়েছেন অনেকের কেরিয়ার। কিন্তু শেষমেষ করণের সঙ্গে ঘটল এমন ঘটনা! এই ঘটনায় রীতিমতো বিরক্ত হয়ে করণ একেবারে সটান পৌঁছে গেলেন আদালতে। করলেন মামলা।

কি, কিছুই বুঝতে পারছেন না তাইতো? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে হিন্দি ছবি ‘শাদি কে ডিরেক্টর করণ অউর জোহর’ ছবির ট্রেলার। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৪ই জুন অর্থাৎ আজ। এই অবধি সব ঠিকঠাকই ছিল। কিন্তু, তার আগেই থমকে গেল ছবির মুক্তি। অভিযোগ, করণের কাছে অনুমতি না নিয়েই নির্মাতারা করণের নাম ব্যবহার করেছেন। তাই আদালতে এই সংক্রান্ত মামলা চলায় ছবির মুক্তির স্থগিতাদেশ দিল স্বয়ং আদালত।

করণের অভিযোগ, এই ছবির শিরোনামে তার নাম ব্যবহার করা হয়েছে। তাই দর্শকরা বিভ্রান্ত হতে পারেন। অনেকে মনে করতেই পারেন এই ছবির সাথে হয়তো তিনি যুক্ত আছেন। আর সেই আশঙ্কার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন অভিনেতা। আদালতের জমা করা করণের মামলার পিটিশনে দাবি করা হয়েছে, এই ছবির সঙ্গে তার কোন সম্পর্ক নেই। তবুও তার নাম ব্যবহার করা হয়েছে। করণের অনুমান, এটি একটি আইনত অপরাধ। এই ধরনের কার্যকলাপ করে তার সুখ্যাতির নষ্ট করার চেষ্টা করছেন এই ছবি নির্মাতারা। ইতিমধ্যে মুম্বইতে বিভিন্ন এলাকায় ছবির পোস্টার পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ছবির ঝলক বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আর ঠিক এই ধরনের কাজে করণের সম্মানহানি হওয়ায় অবশেষে এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হন করণ জোহর।

Related Articles