আন্তর্জাতিকদেশ
Trending

Kuwait fire: কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৪৫ ভারতীয়কে নিয়ে সি-১৩০জে বিমান ফিরছে কোচিতে

Kuwait fire: The C-130J aircraft is returning to Kochi with 45 Indians who died in the terrible fire in Kuwait

The Truth Of Bengal: বিশেষ ভারতীয় বিমানে কুয়েতে নিহত ভারতীয়দের দেশে আনা হচ্ছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে কুয়েতের মাঙ্গা বিল্ডিংয়ে ৪৫ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। শুক্রবার সকালে ভারতের একটি বিশেষ বিমান মৃতদেহগুলি নিয়ে কোচির উদ্দেশ্যে রওনা দেয়। মৃতদেহগুলি নিয়ে সি-১৩০জে নম্বরের এই বিশেষ বিমানটি প্রথমে পৌঁছাবে কোচিতে। এই বিমানেই রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এদিন সকালেই তিনি কুয়েত পৌঁছান। মৃতদেহ গুলি দেশে ফিরিয়ে আনতে তদারকি করেন তিনি। কুয়েত প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করে দ্রুততার সঙ্গে মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর, এনএসএ অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পিকে মিশ্রের সঙ্গে বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন।

মৃতদেহগুলি নিয়ে বিমানটি প্রথমে পৌঁছাবে কোচিতে। কারণ ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের মধ্যে বেশিরভাগই কেরলের বাসিন্দা। উত্তর ভারত সহ দেশের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের বেশ কয়েকজন এই অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন। কোচির পর বাকি মৃতদেহ নিয়ে বিমানটি দিল্লিতে যাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য কুয়েতে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৯ জন অভিবাসী শ্রমিক মারা গিয়েছেন। ভারতীয়দের পাশাপাশি মৃতদের মধ্যে ফিলিপিন্সের নাগরিকরাও আছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫০ জনের বেশি। কুয়েতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। আহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন। আহতদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে এককালীন দু’লক্ষ টাকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিয়েছে।

আগুনের মৃতদের শনাক্তকরণ করতে কুয়েত প্রশাসন মৃতদেহ গুলোর ডিএনএ পরীক্ষা করেছে। কুয়েতের ফায়ারফোর্স জানিয়েছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই কুয়েত প্রশাসন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে। আগেই আবাসনের মালিককে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থায় অবহেলার কারণে হত্যাকাণ্ডের অভিযোগে মামলা দায়ের হয়েছে। দেশে অবৈধ নির্মাণ রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সে দেশের প্রশাসন।

Related Articles