দেশ

Dilip Ghosh: দিল্লির বাংলো ছাড়লেন দিলীপ ঘোষ

Dilip Ghosh: Dilip Ghosh left his bungalow in Delhi

The Truth Of Bengal :  দিল্লির ৮ নম্বর নর্থ অ্যাভিনিউ থেকে যাবতীয় কাগজপত্রে সই করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন প্রাক্তন সাংসদ দীলিপ ঘোষ। দিলীপ এবার বাংলো থেকে শেষ বারের মতো বেরিয়ে গেলেন। জানা যাচ্ছে, আগামী সাত দিনের মধ্যে ওই বাংলোয় থাকা নিজের সমস্ত যাবতীয় জিনিসপত্র বের করে নেবেন তিনি।

দিলীপ! বঙ্গ রাজনীতির এক উজ্জ্বল চরিত্র। একসময় বাংলায় বিজেপির সংগঠন সম্প্রসারনের দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছিলেন তিনি। তার রাজনৈতিক জীবনে তিনি অর্জন করে চলেছেন সংগঠন সামলানোর ক্ষমতা, বিধানসভার অভিজ্ঞতা এবং অতি অবশ্যই সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা। তিনি দলের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিলেন যে প্রথমবার সংসদ হওয়া সত্ত্বেও তাকে দেওয়া হয়েছিল দিল্লির আট নম্বর নর্থ এভিনিউ এর বাংলো। রাজ্য সভাপতি হওয়ার কারণে প্রথমবারের সংসদ হওয়ার সত্ত্বেও তাকে দেওয়া হয়েছিল এই বাংলো। কিন্তু সেই বর্ণময় চরিত্রই এবার পরাস্ত হয়েছেন ২০২৪ এর লোকসভা নির্বাচনে। নির্বাচনে পরাস্ত হওয়ার কিছুদিন পর বাংলো ছেড়ে বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ। যাবতীয় কাগজপত্র সই করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। কোন প্রতিক্রিয়া না দেখিয়ে নিঃশব্দে, নিরবে বাংলা থেকে বেরিয়ে সোজা গিয়ে উঠলেন গাড়িতে। আর ফাঁকা পড়ে থাকা বাংলোর সামনে পড়ে রইল দিলীপের নামাঙ্কিত নেম প্লেট। নিচে লেখা মেদনীপুর, পশ্চিমবঙ্গ।

প্রসঙ্গত, বিজেপির তরফ থেকে মেদিনীপুরের বদলে এবার বর্ধমান- দুর্গাপুর থেক বিজেপির প্রার্থী করা হয়েছিল দিলীপ ঘোষকে। বর্ধমান- দুর্গাপুর লোকসভা আসনে দিলীপের বিপরীতে ছিল হেভিওয়েট তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিরাশির বিশ্বকাপ তারকার কাছে ২০২৪ এর লোকসভা নির্বাচনে হেরে গিয়ে নিজের দলের একাংশকেই দুষে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছিলেন, ” লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে। এখন জেতা আসন হারবার জন্য প্ল্যানিং হয়েছে। মেদিনীপুরে লড়তে দেওয়া হয়নি, রেজাল্ট দেখা গিয়েছে। এত সংসদ বিধায়ক ছিল, তাহলে ভোট কমলো কেন?”

Related Articles