বিনোদন

নতুন অবতারে ‘শাহেনশাহ’, প্রকাশ্যে ‘কল্কি’র ট্রেলার

'Shahenshah' in new avatar, trailer of 'Kalki' released

The Truth Of Bengal : প্রকাশ্যে এল ভারতীয় মহাকাব্যিক সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম ‘কল্কি ২৮৯৮ এডি’র ট্রেলার। কাহিনীটি লিখেছেন ও পরিচালনা করেছেন নাগ অশ্বিন। সোমবার ট্রেলারটি হিন্দি ও তেলেগু ভাষায় লঞ্ছ করেছে অর্থাৎ বোঝাই যাচ্ছে ছবিটিও এই দুই ভাষায় আসছে। ছবিতে থাকছেন বলিউডের নামকরা অনেক তারকারা এবং থাকছেন টলিউডের তারকাও।

২০২৪ এর ২৭ শে জুন রিলিজ করবে ‘কল্কি ২৮৯৮ এডি’। আর তারই ট্রেলার লঞ্ছ করলো সোমবার। ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই অমিতাভ বচ্ছনের লুক দেখে বিস্মিত সকলেই। যেমন লুক ঠিক তেমন কথা বলার ভঙ্গিমা ‘শাহেনশাহ’র। তারপর রয়েছেন দীপিকা পাদুকোন, তার গর্ভে নাকি ঈশ্বর আছে এমনটাই বোঝাচ্ছেন পর্দায়। তারপর দেখা যাচ্ছে দক্ষিনী অভিনেতা প্রভাসকে, মনে করা হচ্ছে তাকে ‘বিষ্ণু’র অবতারে দেখা যাবে । এই তিনজন ছাড়াও রয়েছেন কমল হাসান যাকে ট্রেলারের শেষে চুলহীন অবস্থায় দেখা যাচ্ছে, এবং দিশা পাটানিও রয়েছেন। এবং ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন টলিউডের শাশ্বত চট্টোপাধ্যায় যার অভিনয় আবারও সবার থেকে আলাদা হতে চলেছে। ‘কল্কি ২৮৯৮ এডি’ তে ট্রেলা্রে দেখানো হয়েছে এই পৃথিবীর প্রথম শহর কাশি। ৬ হাজার বছর আগের শক্তি ফিরে এসেছে। পুরো পৃথিবী থেকে আলাদা একটি দুনিয়া দেখানো হয়েছে এখানে। এই পুরাণ কাহিনী বিজ্ঞান ভিত্তিক অনুসারে নির্মিত হয়েছে। কি হতে চলেছে বিষ্ণুর শেষ অবতার ‘কল্কি’র গল্প তা নিয়ে এখন থেকেই উত্তেজিত দর্শক মহল।

Related Articles