চাকরি
রিসার্চ অ্যাসিসট্যান্ট পদে চাকরি করবেন? কোথায় আছে সুযোগ? জানুন বিস্তারিত
Will you work as a research assistant? Where is the opportunity? Know the details

The Truth Of Bengal, Mou Basu : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বর্ধমান মেডিক্যাল কলেজে ১টি শূন্যপদে রিসার্চ অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। আইসিএমআর-ডিএইচআর ভাইরাল রিসার্চ ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি প্রোজেক্টের জন্য রিসার্চ অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। ১৪ জুন বিকেল ৫টার মধ্যে গুগল ফর্ম লিঙ্ক (https://forms.gle/hDeByaMkwzZ7pnQ57) মারফত অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি/মেডিক্যাল মাইক্রোবায়োলজি/জীববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এক বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন/ডেটা ম্যানেজমেন্টের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এক বছরের জন্য নিয়োগ করা হবে প্রথমে।