প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি ভবনে চাঁদের হাট
Narendra Modi took oath as Prime Minister

The Truth of Bengal: তৃতীয়বার মসনদে বসছেন নরেন্দ্র মোদি। আসন সংখ্যায় শক্তিক্ষয় হলেও শপথগ্রহণ অনুষ্ঠানে ভাটা পড়েনি জাকজমকে। রবিবার সন্ধ্যায় রাইসিনা হিলসে বসে চাঁদের হাট। অনুষ্ঠানে হাজির ছিলেন ৭টি দেশের প্রধানরা। ঘড়ির কাঁটা ধরে প্রথমে শপথ নেন নরেন্দ্র মোদি। তাঁরপর শপথ নেন রাজনাথ সিং। এরপর একে একে শপথ নেন অমিত শাহ, নিতিন গড়কড়ি, জেপি নাড্ডা প্রমুখ। ক্যাবিনেটে প্রথম দিকে থাকা মন্ত্রীরা প্রথমে শপথ নেন। তারপর একে একে শরিক দলের সাংসদরা শপথ নেন। সবাইকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
পরপর তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদি। রবিবার সন্ধে ৭টা ১৫ নাগাদ রাষ্ট্রপতি ভবনে পৌঁছন বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি। ৭টা ২০ নাগাদ উপস্থিত হন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যায় বেজে ওঠে জাতীয় সঙ্গীতের সুর। এরপর সন্ধে ৭টা ২৪ মিনিটে শপথ নেন মোদি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
শপথগ্রহণ অনুষ্ঠানে কড়া নিরাপত্তা ছিল রাষ্ট্রপতি ভবনে। বসানো হয় অন্তত ৫০০ সিসিটিভি ক্যামেরা। শনিবার থেকেই বিভিন্ন দেশের আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানরা দিল্লি আসতে শুরু করেন। রবিবার বিকেল গড়াতেই রাষ্ট্রপতি ভবনে আসতে শুরু করেন গেরুয়া শিবির সহ নানা দলের নেতা নেত্রীরাসহ বিশিষ্ট জনেরা। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদি দ্বিতীয় ভারতীয়, যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন।
এর আগে দু’বারের শপথ অনুষ্ঠানের থেকে এবারের অনুষ্ঠান অনেকটাই ফিকে হয়েছে বিজেপির কাছে। কারণ মোদি ৩.০ সরকারে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই। শরিকদের ভরসায় সরকার গড়তে হয়েছে মোদিকে। স্বভাবতই বিজেপি সাংসদ-মন্ত্রীদের শরীরী ভাষায় ফুটে উঠছিল দলের শক্তিক্ষয়ের ছবি।