দেশ
Trending

মোদির মন্ত্রিসভায় পরিবারতন্ত্রের ছায়া, ‘সৌজন্যে’ চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি

Shades of nepotism in Modi's cabinet, courtesy Chandrababu Naidu's Telugu Desam Party

The truth Of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের প্রচারে কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির বিরুদ্ধে ধারাবাহিক ভাবে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে গিয়েছেন। এবার তাঁর নতুন মন্ত্রিসভাতেই দেখা যেতে পারে সেই পরিবারতন্ত্রের রূপরেখা। ‘সৌজন্যে’ চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি।

টিডিপি নেতা জয়দেব গল্লা ইতিমধ্যে জানিয়েছেন, মোদীর মন্ত্রিসভায় তাঁদের দলের তরফে দুই যুবনেতা শ্রীকাকুলমের সাংসদ কিঞ্জারাপু রামমোহন নায়ডু ও গুন্টুরের সাংসদ চন্দ্রশেখর পেম্মাসানি শপথ নেবেন। দলের তরফে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে রামমোহন ও চন্দ্রশেখরকে এক্স হ্যান্ডলে অভিনন্দন জানিয়েছেন জয়দেব।

রামমোহনের বাবা প্রয়াত ইরারান নায়ডু ছিলেন টিডিপির প্রতিষ্ঠাতা এনটি রাম রাওয়ের ঘনিষ্ঠ নেতা। নব্বইয়ের দশকে প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া ও ইন্দ্রকুমার গুজরালের নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চা সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। অন্য দিকে, চন্দ্রশেখরের বাবা পি সম্ভাশিব রাও ছিলেন টিডিপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। পেশায় চিকিৎসক চন্দ্রশেখর নব্বইয়ের দশকে তাঁর বাবার প্রভাবেই সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন।

Related Articles