মন্ত্রী হচ্ছেন সুকান্ত, ফের কি সভাপতি পদে ফিরছেন দিলীপ?
Sukanth is the minister, is Dilip returning to the post of president

The Truth of Bengal: ফের কি বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ? এমনই সম্ভাবনা দেখা দিয়েছে। কেন্দ্রের মন্ত্রী হচ্ছেন বালুরঘাটের বিজেপি সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। তিনি মন্ত্রী হচ্ছেন মানে তাঁকে ছাড়তে হবে দলের রাজ্য সভাপতি পদ। তা হলে সভাপতি পদে কে আসবেন? দলের মধ্যে চর্চা শুরু হয়েছে দিলীপ ঘোষের নাম নিয়ে। যিনি এর আগে দলের রাজ্য সভাপতি ছিলেন। তাঁর আমলে বিজেপি দুটি থেকে ১৮টি আসন জিতেছিল এই রাজ্যে। পরে তাঁকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে সেই পদে বসানো হয় সুকান্ত মজুমদারকে।
এবারের লোকসভা নির্বাচনে বিজেপি আগের বারের সেই ফল ধরে রাখতে পারেনি। আসন বদল করে দিলীপকে সরানো হয়েছিল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। সেখানে হারতে হয়েছে দিলীপকে। দলের ফল নিয়ে এখন চাপানউতোর চলছে বিজেপির অন্দরে। দিলীপ ঘোষকে ফের সভাপতি পদে ফেরানোর দাবি উঠেছে। দলের অনেক নেতা প্রকাশ্যে সেই কথা বলতে শুরু করেছেন। এমন অবস্থায় সুকান্তের কেন্দ্রের মন্ত্রী হওয়া মানে দলের রাজ্য সভাপতি পদ শূন্য হওয়া। সেই পদে বসার জন্য দিলীপের থেকে উপযুক্ত কেউ নেই। রাজনৈতিক মহল মনে করছে, ফের পুরনো পদে ফিরতে চলেছেন দিলীপ ঘোষ।
রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবনে চা চক্রে হাজির ছিলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। সন্ধ্যায় দু’জনেই শপথ নিতে চলেছেন। বাংলা থেকে জয়ী বিজেপি সাংসদদের মধ্যে এই দু’জন জায়গা পাচ্ছেন কেন্দ্রের মন্ত্রীর তালিকায়। আজ প্রায় ২৫ জন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেবেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ১৮টি আসন পেলেও কাউকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়নি। এবার বিজেপির সেই ১৮ সংখ্যা কমে হয়েছে ১২। তাই এমন অবস্থায় বাংলা থেকে স্বাভাবিক ভাবেই মন্ত্রীর সংখ্যা কমে যাবে।