ইন্ডিয়া জোটের সাফল্যের জন্য তৃণমূলের প্রশংসা করলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব
Congress leader praised Trinamool for the success of India Alliance

The Truth of Bengal : পশ্চিমবঙ্গে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাশামতোই জয় পেয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী লাগাতার প্রচার করেও সাফল্যের ঝু়লি সেভাবে ভরাতে পারেনি। দিল্লি নির্ভর বঙ্গ বিজেপি কলহ তীব্রতর করলেও প্রচারের ঘুঁটি সাজাতে ব্যর্থ হয়। দিল্লিশ্বরদের একার ক্যারিসমায় কুপোকাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ফমূর্লা মেনেই উত্তরপ্রদেশ,বিহারে ইন্ডিয়া জোট ভালো ফল করেছে। একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত কার্যকর করতে পারলে ইন্ডিয়া জোট এবার আরও ভালো ফল করত বলে বিশ্লেষকরা মনে করছেন। এই অবস্থায় এই রাজ্যে পরাজয়ের পর অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন।
কিন্তু অধীরের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব। তাই কংগ্রেসের বৈঠকে এবার দরাজ প্রশংসা করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিপুল সাফল্যকে। এবিষয়ে শনিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়।বৈঠকে গৃহীত প্রস্তাবে কংগ্রেস ‘ইন্ডিয়া’র শরিকদের বিভিন্ন রাজ্যে ভাল ফল করার জন্য ধন্যবাদ জানিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলি বিশেষত পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্রে খুবই ভাল ফল করেছে।এবার লোকসভায় ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলি বড় ভূমিকা নেবে। একই সঙ্গে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে নতুন করে সংসদীয় দলনেত্রী নির্বাচিত হয়েছেন সনিয়া গান্ধী। তৃণমূলের মতো ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির প্রশংসা করেছেন সোনিয়াও। তিনি বোঝাপড়ার ভিত্তিতেই ইন্ডিয়া জোট তাঁদের শক্তির ভিত মজবুত করবে বলে আশা প্রকাশ করছেন।