দেশ

বাড়িতে জল নেই, সকাল সকাল অফিসে গিয়ে দাঁত ব্রাশ বেঙ্গালুরুর যুবকের

Bengaluru man brushes teeth at work: 'There's no water at home'

The Truth of Bengal: এখনও জলসঙ্কট মেটেনি বেঙ্গালুরুতে। সেখানে জলসঙ্কটের ভয়াবহ চিত্র এবার উঠে এল সামাজিক মাধ্যমে। ঋষভ শ্রীবাস্তব নামে বেঙ্গালুরুবাসী এক যুবক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন জল না পেয়ে তাঁর অসুবিধার কথা। তিনি লিখেছেন, ‘বাড়িতে জল নেই। তাই সকাল ১০টায় অফিসে এসেছি।‘ সঙ্গে তিনি নিজের একটি ছবি দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে অফিসের বাথরুমে তিনি ব্রাশ করছেন। সামাজিক মাধ্যমে এই পোস্ট হতেই নেট নাগরিকরা নানা মন্তব্য করতে থাকেন। ঋষভ শ্রীবাস্তব নামে ওই যুবক প্রশাসনের কাছে আবেদন করেছেন দ্রুত জলসঙ্কট মেটানোর।

শহরে এখনও জলসঙ্কট অব্যাহত থাকায় প্রশাসন মানুষকে জল অপচয় না করতে অনুরোধ করছে। সেই সঙ্গে প্রশাসন জানিয়েছে, পানীয় জলসঙ্কট মোকাবিলায় দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে। পানীয় জল নিয়ে অসুবিধার কথা বেশি আসছে শহরের দক্ষিণ-পূর্ব দিক থেকে। গত মার্চ মাসের মাঝামাঝি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পানীয় জল নিয়ে খারাপ পরিস্থিতির কথা স্বীকার করে নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, বেঙ্গালুরুতে প্রতিদিন ৫০০ মিলিয়ন লিটার জলের ঘাটতি হচ্ছে। এই বিপুল পরিমাণ জলের ঘাটতি স্বাভাবিক ভাবেই জনজীবনে প্রভাব পড়ছে।

উল্লেখ্য, অনেকদিন ধরে বেঙ্গালুরুতে পানীয় জলের সঙ্কট চলছে। শহরের বেশ কিছু জায়গায় জল নিয়ে চলছে হাহাকার। এর আগে জল না পেয়ে স্নান না করে অফিসে আসার জন্য কিছু আইটি কোম্পানি তাদের কর্মীদের মধ্যে পারফিউম বিলি করেছিল। যে ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছিল। সেই জল সঙ্কট টানা চলছে। কবে পানীয় জলসঙ্কট থেকে মুক্তি মিলবে, এই প্রশ্নের উত্তর নেই শহরবাসীর কাছে।

Related Articles