জিভের লালার পরীক্ষার মাধ্যমে সহজেই জানতে পারবেন আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা
Tongue saliva test can easily tell you how likely you are to get cancer

The Truth of Bengal,Mou Basu: সামান্য জিভের লালার এক পরীক্ষাতেই কোটি কোটি মানুষের জীবন রক্ষা হবে। প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয় প্রস্টেট ক্যানসারে। জিভের লালার পরীক্ষা সহজ ও অর্থনৈতিক ভাবে সুবিধাজনক। দেশের ১০০টির বেশি দেশে পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। লন্ডনের ইনস্টিটিউট অফ ক্যানসার রিসার্চ ও রয়্যাল মারসডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের বিজ্ঞানীরা প্রস্টেট ক্যানসার চিহ্নিত করতে স্যালিভারি ডিএনএ পরীক্ষা আবিষ্কার করেছেন।
বিজ্ঞানীদের দাবি জিভের লালার পরীক্ষার মাধ্যমে সহজে জানা সম্ভব প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা আছে। সময়মতো চিকিৎসা হলে এতে অনেক মানুষের প্রাণ বাঁচবে। এখন প্রস্টেট ক্যানসার হয়েছে কিনা তা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে করা হয়। কিন্তু এই পরীক্ষা নিখুঁত নয়। অনেক সময় প্রস্টেটে টিউমার হলেও তা জানা যায় না এই পরীক্ষায়। ব্রিটিশ বিজ্ঞানীদের দাবি তাঁদের আবিষ্কৃত পরীক্ষা অনেক নিখুঁত ও সহজ ও সময়োপযোগী। আগেভাগে চিহ্নিত হলে প্রস্টেট ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।