দেশ

পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল

Serious fire in the pipeline, fire brigade at the scene

The Truth Of Bengal : অগ্নিকাণ্ডের ঘটনা আমরা সবাই দেখেছি কিন্তু রাস্তার মাটির তলা থেকে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ উঠছে এমনটা কতজন দেখেছেন? হ্যাঁ এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের চৌধুরী মোড় এলাকায়।

জানা যায়, বুধবার গাজিয়াবাদের চৌধুরী মোড় এলাকায় একটি আশ্চর্য ঘটনা দেখা যায়। ঘটনাটি হল, রাস্তার ওপরে কোন দাহ্য পদার্থ নেই কিন্তু মাটির তলা থেকে বেরোচ্ছে আগুনের স্ফুলিঙ্গ। তবে স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসের পাইপলাইন ফেটেই হয়তো এরকম অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তবে এই ঘটনাটি নজরে আসতেই তারা দমকলে এবং স্থানীয় প্রশাসনের কাছে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। এরপর দীর্ঘ প্রচেষ্টার পরেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। তবে কিভাবে ফাটল ধরে ঘটনাটি ঘটলো তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই আগুনের ফলে কোনরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।

Related Articles