আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞার মাঝেই টিকটক ছাঁটাই করছে ১হাজার কর্মীকে !

Tik Tok is laying off 1,000 workers in the middle of the US ban

The Truth of Bengal: আমেরিকার কোপের মুখে বাইটড্রান্স।তাঁরা কোণঠাসা হয়ে কোপ বসাতে শুরু করেছে কর্মীদের ওপর।এবার বিশ্বজুড়ে টিকটকের মার্কেটিং ও অপারেশন বিভাগের ১হাজার কর্মীকে ছাঁটাই করা হল। অসংখ্য স্টাফ সহ টকটকের বহু কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত উলটপূরাণ হতে পারে। তাতে এই সংস্থার কর্মীদের মধ্যে চাকরি খোয়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, হাউস বিলে সই করার পর টিকটককে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।যারজন্য ব্যাকফুটে চলে যায় বাইটড্রান্স।

মার্কিন সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ টিকটকের

টিকটকের কর্মী ছাঁটাই ও বাণিজ্যিক কার্যাবলী ব্যহত হওয়ায় এখন তাঁরা আইনি লড়াই জোরদার করতে চায়।মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চায়।এই  নিষেধাজ্ঞা আসলে তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের অধিকার ক্ষুণ্ণ করা।তাই নাগরিক স্বাধীনতার স্বার্থে এই বিধিনিষেধের বিরুদ্ধে তারা আইনি লড়াইতে নামতে তৈরি হচ্ছে।বলা যায়,বাইটড্রান্স কোম্পানি মার্কিন মুলুকে তাদের কারবার চালিয়ে যেতে বদ্ধপরিকর।আ্যলগোরিথিমকে মার্কিন মহলে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করতেও তত্পর তারা। কিন্তু কর্মী ছাঁটাই করলে তাঁদের বাজার ও বাণিজ্যিক কাজে কিছুটা ঘাটতি তৈরি করতে পারে। বুধবার কর্মী ছাঁটাইয়ের নোটিফিকেশনের পর বৃহস্পতিবার থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। একইসঙ্গে জানা গেছে,টিকটক গ্লোবাল ইউজার অপারেশন টিম ভেঙে নতুন করে গড়তেও বদ্ধপরিকর। কিন্তু অন্যান্য যেসব কর্মী রয়েছেন তাঁরা যাবেন কোথায় ? শোনা যাচ্ছে তাঁদের কনটেন্ট,প্রোডাক্ট, ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগে বদলি করা হতে পারে। ২০২৩-এর তথ্য বলছে,শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে তাঁদের কর্মী ছিল ৭ হাজার।   একইসময়ে তাঁদের ইউজার বেড়েছে ১৫০ মিলিয়ন এই মার্কিন ভূমিতে।

Related Articles