সোমবার বাজার খুলতেই শেয়ারবাজার চাঙ্গা, ফলাফলের আগেই দালালস্ট্রিটে খুশির হাওয়া
Stock markets rallied on Monday, Dalal Street was upbeat ahead of the results

The Truth Of Bengal: এক্সিটপোল সামনে আসার পরই বাজারে আপাততঃ অস্থিরতা কাটার ইঙ্গিত মিলছে। দেখা যাচ্ছে, শেয়ারবাজারে চাঙ্গা ভাব। সোমবার বাজার খোলার পর নিফটি ২৩,৩৫৩পয়েন্টে দাঁড়ায়। শুক্রবার বাজার বন্ধের সময় নিফটি-৫০ ছিল ২২,৫৩০.৭০।গত সপ্তাহে নিফটি ৫০ ও এস এণ্ড পি বিএসই সেনসেক্স ২শতাংশ করে পড়ে যায়।এবিষয়ে শেয়ার বাজারের অভিজ্ঞ বিশেষজ্ঞ নরেন্দ্র সোলাঙ্কি জানিয়েছেন,কেন্দ্রে সরকার গড়ার প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই বাজার ঘুরে দাঁড়াচ্ছে।তাঁর আরও দাবি,যেসব বিদেশী সংস্থা শেয়ার বেচে দিয়েছিল ৩বিলিয়ন নিট অ্যামাউন্টে তারাও শেয়ার কেনার পথে হাঁটতে পারে ।
নির্বাচন চলাকালীন বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে,শেয়ারবাজারের অস্থিরতা রোধ করতে তাঁরা শেয়ারে বিনিয়োগ করছেন।এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজেও শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অর্থ লগ্নির আহ্বান জানান।কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সেই বিনিয়োগের ছবিটা বদল হয়নি। দেখা যায়,বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন।এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে আসলে অমিত শাহ বিধিভঙ্গ করেছেন।কিভাবে ভোট চলাকালীন কেয়ারটেকার সরকার এভাবে বিনিয়োগে আহ্বান জানাচ্ছে তাই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর এক্সিটপোল প্রকাশের পর শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে দাবি বিশেষজ্ঞরা।
দেখা যাচ্ছে, শেয়ারবাজারে চাঙ্গা ভাব। সোমবার বাজার খোলার পর নিফটি ২৩,৩৫৩পয়েন্টে দাঁড়ায়।সোমবার শেয়ার বাজার খুলতেই ২৬০০ পয়েন্ট চড়ে সেনসেক্স। সাতসকালেই ৭৬ হাজারে পৌঁছায় সেনসেক্সের সূচক। নিফটিও ২৩ হাজারের উপরে চলে যায়। বাজার বিশেষজ্ঞদের অনুমান, স্থায়ী সরকার গঠনের ইঙ্গিত মিলতেই চনমনে শেয়ার বাজার। সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স সূচক ২৫০০ পয়েন্ট বৃদ্ধি পায়,৭৬ হাজারে পৌঁছল সেনসেক্সের সূচক। অন্যদিকে, নিফটি ৫০-র সূচক বিগত চার বছরে সবথেকে বড় লাফ দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- দুই বাজারই রেকর্ড জায়গায় চলে যায়।