
The Truth of bengal: মেসি যেখানেই যান সেখানেই নিজের ছাপ ছেড়ে আসেন। করে আসেন কিছু অপ্রতিরোধ্য রেকর্ড। এবারেও অন্যথা হলো না। মেজর লিগ সকারে তাঁর দল ইন্টার মায়ামির হয়ে তিনি অনবদ্য পারফরম্যান্স করে যাচ্ছেন। এবার সেন্ট লুইস এর বিপক্ষে গোল দিয়ে আরেক এক রেকর্ডে নাম লেখালেন মেসি। আমেরিকার কোনো ক্লাবের খেলোয়াড় হিসেবে ২৫ টি গোল এবং অ্যাসিস্ট করেছেন তিনি।
এর আগে এই রেকর্ডটি ছিল কার্লোস ভেলারের নামে ছিল। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলসের হয়ে মেক্সিকোর এই খেলোয়াড় ১৬ ম্যাচে ২৫ গোল এবং অ্যাসিস্ট করেন তিনি। ১৫ মিনিটেই ক্রিস ডুরকিনের গোলে এগিয়ে যায় সেন্ট লুইস। ১০ মিনিটের মধ্যে মায়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি। ২৫ মিনিটে লিওনেল মেসির গোলে সমতায় ফিরলেও ৪১ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে এগিয়ে যায় সেন্ট লুইস।
বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ প্রথমার্ধের যোগ করা সময়ে আলবার বাড়ানো বল থেকে গোল করে সমতায় ফেরান। বার্সায় যেভাবে ম্যাচের পর ম্যাচ অ্যাসিস্ট করে যেতেন, তেমন অ্যাসিস্ট করেন আলবা। ১২ ম্যাচে লিগে এটা মেসির ১২তম গোল, ২টি করেছেন কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে। লিগে ৯টির পাশাপাশি কনকাকাপে ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। ৮৫ মিনিটে জর্ডি আলবার করা গোলে সমতায় ফেরে ইন্টার মায়ামি। ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।