মুর্শিদাবাদের ওমরপুর সংলগ্ন জাতীয় সড়কে প্রায় ১ কুইন্টাল গাজা উদ্ধার, আটক ২
About 1 quintal of Gaza was recovered on the national highway near Omarpur in Murshidabad, 2 were detained.

The Truth Of Bengal, মুর্শিদাবাদ, সুদীপ রায় : ফের বিরাট সাফল্য পুলিশের। প্রায় এক কুইন্টাল ৪০ কেজি পাচার করার আগেই উদ্ধার করল রঘুনাথগঞ্জ থানার পুলসের। ঘটনায় স্থানীয়রা যথেষ্ট প্রশংসা করেছেন পুলিশের।
জানা যায়, শুক্রবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে কেউ বা কারা বিপুল পরিমাণ গাজা পাচারের ছক কষছে। এরপর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওমরপুর সংলগ্ন জাতীয় সড়কে নাকা চেকিং চালায়। এরপর তারা সন্দেহবশত একটি ট্রাকে অভিযান চালায়। সেই ট্রাকের মধ্য থেকে কয়েক বস্তা গাজা উদ্ধার করে। তৎক্ষনাত ওই গাড়ির চালক ও খালাসিকে আটক করে পুলিশ।
আরও জানা যায়, ওই গাজাগুলো পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ির দিকে থেকে নদীয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই গাজা পাচার চক্রের পিছনে কে বা কারা রয়েছে? সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।