দেশ
Trending

‘ধ্যানমগ্ন’ প্রধানমন্ত্রীর ভিডিয়ো প্রকাশ্যে, বিরোধীদের আপত্তি টিকল না

Video of 'meditating' PM released, opposition objections not sustained

The Truth Of Bengal : ধ্যানে বসার কয়েক ঘণ্টা পরও সামনে আসেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। অবশেষে সামনে এল ‘ধ্যানমগ্ন’ মোদির ভিডিয়ো। প্রধানমন্ত্রীর ধ্যানে বসার প্রায় ১২ ঘণ্টা পর ছবি-ভিডিয় প্রকাশ্যে এসেছে। সামনে আসা ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন। পরনে গেরুয়া পোশাক। হাতে রুদ্রাক্ষের মালা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একাধিক ক্যামেরায় তলা ভিডিয়ো এবার সামনে এল। কমিশনের কাছে বিরোধীদের আপত্তি ধোপে টিকল না।

কন্যাকুমারীতে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যা পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করবেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেন মোদি। যদিও রাত পর্যন্ত তাঁর ধ্যানে বসার কোনও ছবিই প্রকাশ্যে আসেনি। শেষ দফা ভোটের আগে মোদির এই ধ্যান নিয়ে নির্বাচন কমিশনে যায় বিরোধীরা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি টেলিভিশনে সম্প্রচারিত হলে ভোটে প্রভাব পড়তে পারে। নির্বাচনী বিধি মেনে তা যেন সম্প্রচারিত না হয়। প্রশ্ন উঠছে, তা হলে কমিশনের নিয়মের জালে পড়লেন মোদি? তাই কি সামনে আসছে মোদির ধ্যানমগ্ন হওয়ার ছবি? পরদিন শুক্রবার সব বিতর্কের অবসান সামনে চলে আসে ‘ধ্যানমগ্ন’ প্রধানমন্ত্রীর ভিডিয়ো।

প্রধানমন্ত্রীর ধ্যানে বসা নিয়ে নিয়ে আগেই কটাক্ষ করতে শুরু করেন বিরোধী নেতারা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সিপিএম এবং কংগ্রেস। প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি করা হয়। বুধবার তামিলনাডু সিপিএমের রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণণ দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি দেন। তাতে তিনি লেখেন, মোদি ব্যক্তিগত ভাবে কোথাও ধ্যানে বসতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়া বিভিন্ন প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচারিত করা হলে দেশে সপ্তম দফা ভোটের আগে তা নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা পাইয়ে দেবে। কমিশনের আদর্শ আচরণবিধি ভঙ্গ হতে পারে তাতে। আর তা আটকাতে প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি টেলিভিশনে সম্প্রচার বন্ধ রাখার আর্জি জানান বালকৃষ্ণণ।

অন্যদিকে, একই দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেসও। রণদীপ সুরজেওয়ালা, অভিষেক মনু সিঙ্ঘভি এবং সৈয়দ নাসির হুসেনের মতো তিন বড় মাপের কংগ্রেস নেতা কমিশনের দফতরে যান। কংগ্রেসের তরফে কমিশনকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। কংগ্রেসের দাবি, মোদির ধ্যানে বসার ছবি সরাসরি সম্প্রচারিত হলে দেশে শেষ দফার ভোটের আগে কমিশনের আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হবে। তবে বিরোধীদের এই আবেদন কার্যকর হল না। প্রধানমন্ত্রীর ধ্যানে বসার ভিডিয়ো সামনে চলে এল।

Related Articles