খেলা

ভারতীয় দলের কোচ নিয়ে একি পোষ্ট করলেন সৌরভ !

Sourav posted a post about the coach of the Indian team!

The Truth Of Bengal: রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় কোচের দায়িত্ব কে নেবেন তা নিয়ে কম জল্পনা হচ্ছেনা । বহু নাম উঠে এসেছে এ তালিকায় । কিছু কিছু সূত্র বলছে গৌতম গম্ভীর হতে চলেছেন পরবর্তী কোচ এবং যা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মাঝেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় দলের কোচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন । সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন কোচ যে কোন মানুষের জীবনে চলার পথে খুব গুরুত্বপূর্ণ । পথ দেখান কোচ । ট্রেনিংয়ের রূপরেখা তৈরি করে দেন কোচই। সৌরভ এই বক্তব্যের মধ্যে দিয়ে কি বলতে চাইলেন তা অবশ্য জানান নি তিনি ।

গত কয়েক দিন ধরে জল্পনা চলছে রাহুল দ্রাবিড়ের  জুতোয় কে পা গলাবেন!  দেশ-বিদেশের বহু কোচ এবং খেলোয়াড়ের নাম এসেছে এই তালিকায়।  জাস্টিন ল্যাঙ্গার থেকে রিকি পন্টিং , এবি ডিভিলিয়ার্সের নাম্ও এসেছে । তার মাঝে প্রিন্স অফ ক্যালকাতা তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি কি বলতে চাইলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সঙ্গে শুরু হচ্ছে নানান রকম জল্পনা। তবে সৌরভ যা বলেছেন সেখানে উঠে এসেছে কোচ পথ দেখান খেলোয়াড়দেরকে ।

ঠিক সে কথায় যেন আগেই বলে দিয়েছিল বিসিসিআই। যেখানে বলা হয়েছিল নতুন যিনি কোচ  হবেন  তার  সঙ্গে ২০২৭  সাল পর্যন্ত চুক্তি থাকবে । খেলোয়াররা যেমন নতুন কোচ কে বুঝবেন তেমন কোচ্ও খেলোয়াড়দেরকে নতুনভাবে পথ দেখাতে পারবেন। এবং সামনে যেহেতু ২০২৭ সালে আবারও বিশ্বকাপ রয়েছে সে কারণে কোচের নির্দেশে এই বিশ্বকাপে জয়লাভ করা সম্ভব হবে।

 

 

Related Articles