বুথের নিরাপত্তায় গজরাজ! ভোট শুরু হতেই বুথের সামনে ঠাঁই দাঁড়িয়ে
Gajraj in the security of the booth! Standing in front of the booth as soon as the voting started

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম : ভোটের দিন সাত সকালে ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় হাজির রামলাল নামক একটি হাতি। শনিবার ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন শুরু হয়েছে। শনিবার ঠিক ভোটগ্রহণ শুরুর আগেই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিতুশোল এলাকায় হাজির রামলাল নামক একটি হাতি। যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ । যার ফলে ঝাড়গ্রাম লোধাশুলি পাঁচ নম্বর রাজ্য সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তার দু’ধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে।
খবর পেয়ে ঘটনা স্থলে যায় বন দপ্তরের কর্মীরা। কিন্তু যেভাবে ভোটের দিন সাতসকালে রামলাল ওই এলাকায় হাজির যার ফলে ভোট দিতে যাওয়ার পথে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন রামলাল প্রতিদিন সকাল ও বিকালে এই এলাকায় আসে। যেহেতু শনিবার লোকসভা নির্বাচন তাই রামলাল ভোট দিতে এসেছে। আবার অনেকে মজা করে বলছেন সকাল সকাল নিরাপত্তার দায়িত্ব সামলাতে এসেছেন গজরাজ! তবে রামলালকে নিয়ে চিন্তায় পড়েছেন বনদপ্তরের কর্মীরা। রামলাল ওই এলাকায় রাজ্য সড়কের উপর দাপিয়ে বেড়াচ্ছে। বন দফতরের কর্মীরা রামলালকে রাজ্য সরকারের উপর থেকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করছে।