দেশ

মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১ 

1 dead due to electrocution while charging mobile phone

The Truth Of Bengal :  মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক কমান্ডো। মৃত কমান্ডো হলেন ডিমৌ লাইবিলের কমান্ডো অমরজ্যোতি তাইদ। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লোয়ারবন্দে। অমরজ্যোতি সেখানে কর্মরত ছিলেন। তিনি ক্যাম্পে মোবাইল চার্জিং করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে দৌড়ে যায় তার সঙ্গীরা।

সঙ্গীরা সেখানে গিয়ে দেখে ওই কমান্ডো অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। এরপর তারা আশঙ্কাজনক অবস্থায় ওই কমান্ডোকে নিকটবর্তী শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই কমান্ডোকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায়, মাত্র দেড় বছর আগে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি।

Related Articles