বিজ্ঞাপনের নামে সম্মানহানির জন্য বিজেপির বিরুদ্ধে তিনি ১হাজার কোটি টাকার মানহানি মামলা করবেন,বললেন মুখ্যমন্ত্রী
Mamata Public meeting at north kolkata

The Truth of Bengal: বিজ্ঞাপনের নামে সম্মানহানির জন্য বিজেপির বিরুদ্ধে তিনি ১হাজার কোটি টাকার মানহানি মামলা করবেন। মামলা জিতলে সেই টাকা বাংলার মানুষের উন্নয়নে ব্যয় করবেন। বৃহস্পতিবার উত্তরকলকাতার সভায় এই কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন,প্রধানমন্ত্রী যে মিথ্যে তথ্য দিচ্ছেন তা নিয়ে জনসমক্ষে বিতর্কসভাতেও অংশ গ্রহণ করতে তৈরি আছেন। প্রধানমন্ত্রীর জৈবিক প্রক্রিয়ায় জন্ম হয়নি মন্তব্যকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের মাঝে সাক্ষাত্কারে নিজের জন্মবৃত্তান্তের কথা বলতে গিয়ে আজবকাণ্ড সামনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে ইশ্বর পাঠিয়েছে । এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন।
”নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মোদির এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন। বৃহস্পতিবার বউবাজারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সভায় বলেন, ”ওঁর এই মন্তব্যের অর্থ আমি বুঝলাম না। আমাদের সবার তো মা-বাবা আছে। কিন্তু উনি কী বলতে চাইলেন, আমি অন্তত বুঝিনি।”মোদিকে চ্যালেঞ্জও ছোঁড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের আমলে বিজ্ঞাপন দিয়ে মিথ্যে তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি।বুঝিয়ে দেন,মানুষ ছাড়া কাউকে তিনি ভয় করেন না।মানুষের কাজ করতে গিয়ে ৬৭টা প্রকল্প রাজ্যে চালু করেছেন। কেন্দ্র ১লক্ষ ১৭হাজার কোটি টাকা না দিলেও বাংলার উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর বলে বুঝিয়ে দেন,বিজ্ঞাপনে বাংলা ও তৃণমূল কংগ্রেসের সম্মানহানির অভিযোগ নিয়ে আদালতে মামলা করবেন।১হাজার কোটি টাকার মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়ে বিজেপিকে একহাত নেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।
ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের মতো ডিভিসন বেঞ্চেও দুর্নীতি ও সনাতন বিরোধী তৃণমূল বলে বিজেপির বিজ্ঞাপন দেওয়ার ঘটনা নিষেধ করা হয়েছে।তাতে বিজেপি বড় ধাক্কা খেয়েছে।তাই দেশের শিল্প, অর্থনীতি,রুটি -রুজি –রুচি সংস্কৃতি থেকে ঐক্যের আবহ নষ্ট করা মোদির নীতির কড়া সমালোচনা করেছেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।তাঁর মোদ্দা কথা,মোদি,মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন,আর তিনি ৩বার কেন্দ্রীয় মন্ত্রী থেকে নানা দায়িত্ব সামলেছেন।তাই দেশটা ভালোভাবে বোঝেন পরিবর্তনের কাণ্ডারী। দুর্যোগ,দুর্ভোগে মানুষের কষ্ট দেখলে তিনি এখনও ছুটে যান।বাবরি মসজিদ ধ্বংসের সময় বিজেপি বা সিপিএমের নেতারা রাস্তায় না বেরোলেও একমাত্র তিনি পথে বেরিয়েছিলেন।হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে গিয়ে তিনি যে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছিলেন,তা অন্যকোনও দলের নেতারা করেননি বলেও বিরোধীদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।এ রপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা,মানুষের কাজ করার জন্য তিনি যেকোনও ঝুঁকি নিতে বা চ্যালেঞ্জ ছুঁড়তে রাজি আছেন।স্ট্রিটফাইটার হিসেবে লড়াই চালিয়ে তিনি যে মানুষের বিরোধী বিজেপি সরকারকে উত্খাত করতে চান সেকথাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।