খেলা
Trending

লুকম্যানের হ্যাট্রিকে ৫১ ম্যাচের অপরাজিত দৌড় থামলো লেভারকুসেনের

Leverkusen's unbeaten run ended

The Truth of Bengal : মঙ্গলবার মধ্যরাতে আটালান্টার মুখোমুখি হয় লেভারকুসেন। ফাইনাল ম্যাচে ১২ মিনিটের মাথায় লুকম্যানের গোলে এগিয়ে যায় আটালান্টা। ২৬ মিনিটে দ্বিতীয় আঘাত। এবারও গোলদাতা নাইজেরিয়ার স্ট্রাইকার। প্রথমার্ধে ম্যাচ শেষ হয় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় আলোনসোর ছেলেরা। ৭৫ মিনিটে হ্যাট্রিক করে দলের জয় নিশ্চিত করেন লুকম্যান। ১৯৭৫ জুপ হেইঙ্কেসের পর প্রথম ফুটবলার হিসেবে ইউরোপা লিগের (পূর্বতন উয়েফা কাপ) ফাইনালে হ্যাটট্রিক করলেন তিনি ৷  চলতি মরশুমে বহুবার পিছিয়ে থেকে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ফ্লোরিয়ান উইৎজরা। কিন্তু এদিন কোনও ম্যাজিক ঘটল না। গোটা ম্যাচ জুড়েই অত্যন্ত সাদামাটা দেখাল ফ্রিমপং, গ্রিমাল্ডোদের। বদলি হিসেবে বোনিফেসদের নামিয়েও লাভ হয়নি। জার্মানির ক্লাবটির অজেয় দৌড় থামিয়ে ৬১ বছর পর কোনও ট্রফি জিতল আটালান্টা ৷

জাভি আলোনসোর কোচিং-এ টানা ৫১ ম্যাচ জিতে রেকর্ড গড়ে জার্মান ক্লাব লেভারকুসেন। এমনকি এই মরসুমে বুন্দেশলিগাও চ্যাম্পিয়ন হয় তাঁরা। সেই লেভারকুসেনকে ৩-০ ব্যবধানে পরাজিত করলো আটালান্টা।

ম্যাচ জয়ের নায়ক লুকম্যান বলেন, “গত কয়েক বছরে আমরা আটালান্টাকে এক নতুন স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছি। দলের সাথে সাথে আমি নিজেকেও উন্নত করার চেষ্টা করেছি। আমি সন্তুষ্ট। তবে এটা সবে শুরু। এই ধরণের খেতাব আরও জিততে চাই”। এদিন ম্যাচ হেরে স্বভাবতই হতাশ লেভারকুসেন ম্যানেজার আলোনসো বলেন, “আমাদের শরীরী ভাষায় কোনও খামতি ছিল না ৷ আমরা হেরেছি সম্পূর্ণ ফুটবলীয় কারণে ৷ ফুটবলে এমনটা হয়ে থাকে ৷ আজকের দিনটা আমাদের ছিল না ৷ ওরা অনেক ভালো খেলেছে ৷” শনিবার জার্মান কাপের ফাইনালে এফসি কাইসারস্লটার্নের মুখোমুখি হবে লেভারকুসেন ৷

Related Articles