আন্তর্জাতিকব্যবসা

মার্কিন নিষেধাজ্ঞার পরেই বিশ্বজুড়ে ১ হাজার কর্মী ছাঁটাই টিক-টকের! আশঙ্কায় অন্যান্য কর্মচারীরা

After the US ban, 1,000 workers around the world were laid off by Tik-Tok! Other employees in fear

The Truth Of Bengal : ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্রেও নিষেধাজ্ঞার মুখে পড়েছে টিক টক। তারপরই সংস্থার  কর্মচারীদের ছাঁটাই করার কথা ঘোষণা করেছে টিকটক। চিনের বাইটডান্স নামে প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা এই টিকটকের দেখভাল করে। বলা যায়,মার্কিন যুক্তরাষ্ট্র, এর মধ্যে তাঁদের আইনসভায় আইন পাস করিয়ে টিকটকের ওপর কোপ বসিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কড়া নিষেধাজ্ঞায় সই করেছেন।তারপরই ফেডারেল সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করে।

তারপরই এই চিনা সংস্থা মিউজিক ভিডিয়ো,রিল করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে।কিন্তু সেইসব ভিডিয়ো সামাজিক শৃঙ্খলা,নাবালকদের বিপথে চালিত করে বলে অভিযোগ উঠেছে।এদিকে এই নিষেধাজ্ঞার পর বাইটড্যান্স মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি লড়াই জারি রাখতে চায়।তাঁদের অভিযোগ মার্কিন প্রশাসন টিকটকের ওপর অহেতুক চাপ সৃষ্টি করছে।প্রচারে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও মনে করছেন বাইটড্যান্স। যারফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্ট অ্যামেন্ডমেন্ট রাইটস বা সংশোধিত নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেও টিকটক মনে করছে।

বলা যায়,টিকটক তাঁর অ্যালগরিদিম বা কলন বিধি মার্কিন মুলুকে বিপণন করতে উদগ্রীব। তার মাঝে বাজার ও কনটেন্ট বিভাগের ১হাজারের মতো কর্মীকে ছাঁটাই কার্যতঃ তাঁদের আর্থিক ব্যয়ভার কমানোর প্রয়াস বলে প্রযুক্তিবিদদের মতোই মনে করেন সংস্থার কর্মচারীরাও।এই কর্মী ছাঁটাইয়ের নোটিশ বুধবার বা বৃহস্পতিবার সকালে কর্মীদের জন্য জারি করা হতে পারে বলে আভাস মিলেছে।একইসঙ্গে এই চিনা সংস্থা বিশ্বব্যাপী  কোম্পানির অপারেশন বা পরিচালনায় যাঁরা যুক্ত সেই সংস্থার টিমের মাথাদের সরিয়ে দিতে চায় বলে জানা যাচ্ছে।বাকি যেসব কর্মী থাকবেন তাঁদের অপরাশেন বিভাগ থেকে অন্যত্র স্থানাস্থরিত করা হতে পারে।সেক্ষেত্রে তাঁদের মার্কেটিং,কনটেন্ট,প্রোডাক্ট টিমে যুক্ত করা হতে পারে বলে টিকটকের শীর্ষ কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন।পরিসংখ্যান বলছে,২০২৩এ শুধু মার্কিন যু্ক্তরাষ্ট্রে ৭হাজার কর্মী ছিল।গতবছর এই প্ল্যাটফর্মকে বাড়ায় বাইটড্যান্স সংস্থা।প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ইউজারে পৌঁছে যায় এই টিকটক।বলা যায়,আমেরিকাতেই টিকটকের  ইউজার সব থেকে বেশি।যারজন্য বড় মুনাফা এনে দেয়।

Related Articles