রাজ্যের খবর

তাঁকে বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Kalyan Banerjee complains against central forces

The Truth of Bengal: বিজেপির কথায় কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। এমনই অভিযোগ তুললেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ডানকুনি হাই স্কুলে ১৯৯ এবং ২০২ নম্বর বুথে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী এই কাজ করছে বলেও অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী। যিনি প্রার্থী তাঁর অবাধ গতিবিধি থাকার কথা যে কোনও বুথে। এমনই নিয়ম আছে নির্বাচন কমিশনের। সেখানে খোদ তৃণমূল প্রার্থী অভিযোগ করছেন যে তাঁকে বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

একদিকে, তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ যেমন উঠেছে, তেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সেই অভিযোগে সরানো হয় ওই বিএসএফ জওয়ানকে। উলুবেড়িয়া লোকসভার কুলগাছিয়ায় একটি বুথে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ওই বিএসএফ জওয়ানকে ভোটের কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ওই জওয়ানের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় এফআইআর দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles