রাজ্যের খবর

‘উঁচু গলায় কথা বললে রসগোল্লা খাওয়ান’, দাওয়াই রচনার

"If you talk loudly, eat rasgolla"

The Truth of Bengal:‘কেউ উঁচু গলায় কথা বললে রসগোল্লা খাওয়ান।‘ এমনই পরামর্শ দিলেন হুগলি লোকসভার ত্রিনামু প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের সকাল থেকে তিনি এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করেন। দেখতে থাকেন ঠিকঠাক ভোট হচ্ছে কিনা। হুগলির তারকা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়েছেন।

সেই সঙ্গে দলীয় কর্মীদের কাছে তাঁর আবেদন, ‘সকলে মাথা ঠান্ডা রাখুন।‘ সঙ্গে পরামর্শ, ‘কেউ উঁচু গলায় কথা বললে রসগোল্লা খাওয়ান।‘ এদিন হুগলি কেন্দ্রে আই প্যাকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ ওঠে। সেই অভিযোগের জবাবে রচনা জানান, ‘টাকা তো দেখতে পাচ্ছি না। আমরা যা করার খেটে করছি।‘

এই কেদ্রে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই রচনার। দুই তারকা প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে হুগলি লোকসভা কেন্দ্রের ভোট। মাটি কামড়ে পড়ে থেকে লড়াইয়ে আছেন তৃণমূল প্রার্থী। প্রচারে গিয়েছেন প্রায় সমস্ত এলাকা। ভোটের দিন সকাল থেকে ময়দানে নেমে পড়েছেন তিনি। যাচ্ছেন এলাকার বিভিন্ন বুথে। খোঁজখবর নিচ্ছেন ভোট কেমন হচ্ছে।

Related Articles