দেশ

ট্রেনের পর ছুটবে বন্দে ভারত মেট্রো! কোথা থেকে হবে যাত্রা শুরু? রইল তথ্য

Bande Bharat Metro

The Truth of Bengal,Mou Basu: বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রুটে চালু হয়েছে একাধিক বন্দে ভারত ট্রেন। অল্পদিনের মধ্যেই যাত্রী মহলে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তির বন্দে ভারত ট্রেন। ট্রেনের পর এবার ভারতীয় রেল খুব শিগগিরই চালু করতে চলেছে বন্দে ভারত মেট্রো। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে এই নয়া মেট্রোতে থাকবে বিশাল চওড়া প্যানোরেমিক জানলা ও সমস্ত রকম অত্যাধুনিক সুবিধাযুক্ত শৌচাগার।

নয়া বন্দে ভারত মেট্রোর কোচ এখন তৈরি হচ্ছে রেলের পেরাম্বুর ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরিতে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, কারখানায় তৈরি বন্দে ভারত মেট্রোর ট্রায়াল খুব শিগগিরই হবে। সব কিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ে পরিষেবা চালু হতে পারে বন্দে ভারত মেট্রোর। দেশের মধ্যে চেন্নাই-তিরুপতি রুটে প্রথম বার চলবে বন্দে ভারত মেট্রো। নয়া মেট্রোতে থাকবে মোটামুটি ভাবে ১২টা করে কামরা। মেমু ট্রেন আর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সুবিধাও থাকবে বন্দে ভারত মেট্রোতে। ঘণ্টায় ১১০-১৩০ কিমিতে ছুটবে বন্দে ভারত মেট্রো।

Related Articles