রাজ্যের খবর

চাকুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ২, আহত বহু

Fatal road accident in Chakulia, 2 dead, many injured

The Truth Of Bengal : চাকুলিয়া : শনিবার সকালে চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাস দুর্ঘটনায় মৃত ২ জখম প্রায় ১৫ থেকে ২০ জন। স্হানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। এরপর চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর পাল্টি করে যায়। ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে খবর পাওয়া যাচ্ছে। ঘটনায় জখম হয়েছেন প্রায় ১৫ থেকে ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। জখমদের উদ্ধার করে স্হানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এনবিএসটিসির সরকারি বাসটি চাকুলিয়ার কানকিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খুব গতিতে আসছিল বাসটি। উল্টো দিক থেকে আসা অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। ওই বাসের আহত যাত্রীদের উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেই সময় দুর্ঘটনাগ্রস্থ বাসটির মধ্যে আটকে পড়েছিলেন বহু যাত্রী। বাসটি ভেতর থেকে এক এক করে যাত্রীদের উদ্ধার করে বাইরে বের করা হয়। তাদের মধ্যে গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। এই দুর্ঘটনা ঠিক কি কারণে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related Articles