Jammu And Kashmir: কুপওয়ারায় অভিজান, সেনার হাতে নিকেশ দুই জঙ্গি
Jammu And Kashmir: During Kupwara Checking, Indian army killed two terrorists

The Truth Of Bengal: বৃহস্পতিবার ভারাতীয় সেনা দ্বারা সার্চ অপারেশন চলাকালীন দুইজন সান্ত্রাসবাদীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। ‘লাইন অফ কন্ট্রোল’ এর কাছেই ঘটনাটি ঘটেছে বলে জানাগাছে। মৃতদেহ গুলিকে উদ্ধার করা হয়েছে তংধর সেক্টরের বেরার উল্টো ওপার থেকেই। সঙ্গে সেই সময় পর্যন্তও ভারাতীয় সেনারা নিজেদের সার্চ অপারেশন চালিয়ে যায় এটাই দেখার জন্য সেই এলাকায় অন্যকোনও সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়ে বসে আছে কিনা। তল্লাশির সময় এদিন সেনা দুটি পিস্তল সহ গোলাবারুদ ও অন্যান্য সামরিক অস্ত্র উদ্ধার করেছে।
ঠিক কি ঘটেছিল এদিন জিজ্ঞেস করা হলে সেনা আধিকারিকেরা জানিয়েছিলেন যে, নিয়ন্ত্রন রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন সন্ত্রাসবাদীরা। যার পর বন্দুকের খণ্ড যুদ্ধে মেতে ওঠে দুই গোষ্ঠী, যার জেরেই ওখানেই মৃত্যু হয়েছে ওই দুই সন্ত্রাসবাদীর। এক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারাতীয় সেনা দ্বারা দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, “১৫ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত ভারাতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে চালানো এই অনুসন্ধান কর্মসূচির জেরে 02X পিস্তল, গোলাবারুদ ও অন্যান্য সামরিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগেও গতমাসে এমনই একটি সার্চ অপারেশন চলাকালীন দুই জন অনুপ্রবেশকারীকে এভাবেই নিহত করেছিলেন সেনা। এরপর আবারও আজকে তাঁদের এই সাফল্য সঙ্গে এখনও এলাকাটিকে চিরুনি তল্লাশির মধ্যেই রাখছেন তাঁরা। সেনা এদিন এও জানিয়েছেন যে তাঁরা সূত্র মারফত খবর পেয়েছেন যে, উরি অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা জুড়ে সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের পরিকল্পনায় লিপ্ত হয়েছেন। যার ভিত্তিতেই সেনা তাঁদের বয়ানে বলেন, তাঁরা এর আগে থেকেই শত্রুদের ট্র্যাক করছিলেন। এবং আপাতত এই নিয়ন্ত্রণ রেখা বরাবর তাঁরা নিজেদের প্রস্তুত রেখেছেন।