রাজ্যের খবর
Big Breaking : শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার পুরুলিয়ায়
Big Breaking: Poster against Shuvendu in Purulia

The Truth Of Bengal : পুরুলিয়া : “পুরুলিয়ার চাকরি চোর শুভেন্দু অধিকারী দূর হাটো” পুরুলিয়ার বরাবাজারে তথা ঝাড়গ্রাম লোকসভা শুভেন্দুর সভার আগে পোস্টার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকটি বান্দোয়ান বিধানসভার অন্তর্গত তথা ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত, ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণতো টুডুর নির্বাচনী প্রচারে আজ পুরুলিয়া জেলার বরাবাজারে শুভেন্দুর সভার আগে “পুরুলিয়ার চাকরি চোর শুভেন্দু অধিকারী দূর হাটো” পোস্টারে ছেয়ে গেল সারা বরাবাজার।