রাজ্যের খবর
Trending

Suvendu Adhikari : মহিষাদলে ‘সুরেলা শুভেন্দু’, সঙ্গে অভিজিৎ, সোশ্যাল মিডিয়া মজেছে শুভেন্দু-সঙ্গীতে

Suvendu sang on the campaign stage in Mahishadal

The Truth Of Bengal : নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা গানের সঙ্গে গলা মেলাতে বা ধামসা মাদল বাজাতে দেখা গিয়েছে বারেবারে। নির্বাচনী মঞ্চে জেলায় জেলায় তুলে ধরেছেন সেখানকার লোকসংস্কৃতিকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার দেখা গেল একটি নির্বাচনী সভায় গান গাইতে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে একটি নির্বাচনী সভা ছিল শুভেন্দুর। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ওই সভায় গান গাইলেন বিরোধী দলনেতা। বেছে নিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক গান “মুক্ত করো ভয়”।

শুভেন্দু অধিকারী সঙ্গে এই গানে গলা মিলান মঞ্চে থাকা বিজেপির সদস্যরা। শুভেন্দু অধিকারী গাইলেন, “মুক্ত করো ভয় /আপনা-মাঝে শক্তি ধরো/ নিজেরো করো জয়।” একদিকে শুভেন্দু অধিকারী একছত্র করে গাইছেন সঙ্গে গলা মেলাচ্ছেন অন্যরা। শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে আছেন দলের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। এই নিয়ে নানা ধরনের কমেন্টস ভেসে এসেছে। যে কন্ঠে এবং যে ভঙ্গিতে বিরোধী দলনেতা এই গান গেয়েছেন তা নিয়ে নানা ধরনের কমেন্টস উঠে এসেছে। ব্যঙ্গ বিদ্রুপ করতেও ছাড়েননি অনেকে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই নিয়ে নানান গসিপ করতেও শুরু করেছেন।

অনেকেই আবার শুভেন্দু অধিকারীকে সুরসম্রাট বলে আখ্যায়িত করেছেন। শুধু শুভেন্দু অধিকারী নয় নানান ধরনের কমেন্টস উঠে এসেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কেও। এক প্রকার শুভেন্দু অধিকারীর ভাইরাল হওয়া এই গান এখন সোশ্যাল মিডিয়ার ‘হটকেক’ হয়ে উঠেছে। রাজ্যের বিভিন্ন জনসভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাপবাপন্ত করে চলেছেন। এই নিয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। সেই রাজনৈতিক আক্রমণের মাঝে হঠাৎ সামনে এসেছে শুভেন্দুর গাওয়া গান। আর যে গানে মজেছে সোশ্যাল মিডিয়া!

Related Articles