‘মাওবাদী মতাদর্শেদের’ মত কথা বলছেন রাহুল গান্ধী ! রাহুল গান্ধীর উদ্দেশ্য একি বললেন প্রধানমন্ত্রী

The Truth Of Bengal ফের একবার রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি । এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন কংগ্রেসের রাজপুত্র মাওবাদী মতাদর্শীদের মত কথা বলতে শুরু করেছেন। রাহুল গান্ধীর প্রসঙ্গে বলতে গিয়ে শিব সেনার প্রতিষ্ঠাতা বালা সাহেবের প্রসঙ্গ টানলেন । সারা জীবন বালা সাহেব রাজনীতির মাঠে জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখেছিলেন। তিনি তার রাজনৈতিক আত্মতুষ্টির বিরুদ্ধে ছিলেন, অথচ রাহুল গান্ধী নিজের রাজনৈতিক আত্মতুষ্টিতে রেকর্ড গড়েছেন।
এ প্রসঙ্গে ঐতিহাসিক চরিত্র ঔরঙ্গজেবের বিষয় উত্থাপন করেছেন নরেন্দ্র মোদি । বীর সাভারকারকে কটুক্তি করে ঔরঙ্গজেবকে সম্মান দেখানোটা যদি বালা সাহেব দেখতেন তবে তিনি কি মনে করতেন ! নাম না করে ইন্ডিয়া জোটের ও সমালোচনায় মুখর হন নরেন্দ্র মোদি। ইন্ডিয়া জোটকে কড়া ভাষায় বিঁধলেন তিনি। সনাতন ধর্মকে অপমান করে রাজনৈতিক জোট করেছে তারা । ইতিমধ্যে চতুর্থ দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে , আর তিন দফার নির্বাচন বাকি। রাজনৈতিক মহল মনে করছে এই তিন দফা যত এগিয়ে আসবে ততই আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ বাড়াবে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা।