মাহি রুপে রাজকুমারের ছক্কা! মুক্তি পেল ২২ গজে স্বপ্নপূরণের গল্প! দেখুন সেই ট্রেলর

The Truth Of Bengal: মাহি রুপে পর্দায় আসছেন রাজকুমার রাও। এবারে তাঁর সঙ্গী আরেক মাহি। এই মাহির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। সম্পূর্ণ গল্প বুননের মধ্যে দিয়ে তাদের দুজনের স্বপ্ন এসে মিলবে ২২ গজে। এই ছবির ট্রেলারের মধ্যে দিয়ে ফুটে উঠবে এক অসম্পূর্ণ স্বপ্নের সম্পূর্ণ হয়ে ওঠার পথচলা।
‘স্বপ্ন’, এই শব্দটার অর্থ সবার কাছে আলাদা। কখনো বাবা-মায়ের স্বপ্ন, আবার কখনো নিজের। কিন্তু কখনো কি দুটো মানুষের সবটা মিলতে পারে? তবে এবার এই গল্পের শুরুতেই দেখা যাচ্ছে দুজনের একই নাম, মাহি। কেউ বইপ্রেমী আবার কেউ খবরের কাগজ আর ম্যাগাজিন এর বাইরে কোন দুনিয়া বোঝে না। এদিকে জন্ম ছক থেকে নাম সবটা মিলে যাওয়ার পরেও তাদের একটা অসম্পূর্ণ স্বপ্নও মিলে যায়। ক্রিকেট। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একদিন আচমকাই জানা যায় যে তাঁরা দুজনেই ক্রিকেট ভালোবাসেন।
রাজকুমার ওরফে মাহি অন্যদিনে তার স্ত্রী জাহ্নবি ওরফে মাহি। সে নিজে পেশায় একজন ডাক্তার হলেও, ক্রিকেটের প্রতি ভালবাসা তারও আছে। তবে এসবটা দেখেই রাজকুমার ঠিক করেন যে নিজের স্ত্রীকে সে ক্রিকেটার বানাবেনই। এমন একটি গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয় সম্পূর্ণ সিনেমাটি। শরণ শর্মা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুরকে। আগামী ৩১ শে মে মুক্তি পাবে এই ছবিটি। এবার শুধু এটাই দেখার যে রাজকুমার ও জাহ্নবি কতটা দর্শকদের মনে ছক্কা হাঁকাতে পারেন।