সন্দেশখালি থানা চত্বরে ধুন্ধুমার তৃণমূল কর্মীকে ‘মার’ রেখা পাত্রের অনুগামীদের
Rekha Patra's followers 'beat up' Dhundhuma Trinamool worker in Sandeshkhali police station premises

The Truth of bengal: পরপর স্টিং অপারেশনে আসল তথ্য বেরিয়ে আসায় বিজেপি ব্যাকফুটে চলে গেছে বলে সন্দেশখালির মানুষদের একাংশ বলছেন।রবিবার আরও এক ভিডিয়োয় বিরোধী শিবিরের নকল নির্যাতনের ইস্যু ফাঁস হয়েছে বলে দাবি তৃণমূলের।তার মাঝে আবারও সন্দেশখালি তপ্ত।থানায় ডেপুটেশনের নামে বিজেপি তুলকালাম বাঁধায়। রেখা পাত্রের অনুগামীরা থানা চত্বরে দিলীপ মল্লিককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।এমনকি বিধায়ক সুকুমার মাহাতোর সামনে গেরুয়া প্রমিলা বাহিনী দিলীপ মল্লিককে গণধোলাই দেয় বলে দাবি তৃণমূল নেতৃত্বের।কেন বিজেপি নেত্রী ও প্রার্থী রেখা পাত্রের অনুগামীরা আইন হাতে তুলে নিয়ে তৃণমূল কর্মীদের গায়ে হাত তুলে নিচ্ছে তাই নিয়েও সরব হচ্ছে অনেকে।
ঘটনার সূত্রপাত শনিবার রাত ১১টা নাগাদ। সন্দেশখালির পিপড়াখালি ফেরিঘাটের ইজারাদার রামকৃষ্ণ ঘোষের দাবি, ফেরিঘাট বন্ধ করে টাকা গোছাচ্ছিলেন তিনি। তখন ঘাটের গুমটি ঘরে হামলা চালায় ৩ – ৪ জন সশস্ত্র দুষ্কৃতী। মারধর করে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় তারা। এমনকী দুষ্কৃতীরা গুলি চালায় বলেও দাবি রামকৃষ্ণবাবুর।ঘটনাটি সাজানো বলে দাবি করে পালটা তৃণমূূল ও পুলিশকে আক্রমণ করেছে বিজেপি।