Mothers Day: মাতৃদিবসে মা’কে পুজো করে নজির খুদে পড়ুয়াদের!
Mother's Day: Students set an amazing example by worshiping to their mother in Mothers day

The Truth Of Bengal, জলপাইগুড়ি: জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হল ‘মা’। ভিন্ন ভিন্ন ভাষায় আলাদা আলাদা ভাবে ডাকা হলেও প্রত্যেকে সন্তানের কাছে মা হল অমূল্য সম্পদ।আর প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ভারতে পালিত হয় মাতৃ দিবস। মাতৃ দিবসে মায়ের প্রতি শ্রদ্ধাশীল দেখাতে অজস্র পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মা দিবস পালিত হচ্ছে। এদিকে গত কয়েক বছরের মতো এবারও মা দিবসে মা পূজার আয়োজনের পাশাপাশি দিনটি পালন করা হলো জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া বটতলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে।গত বছরের মতো এবছরও আন্তর্জাতিক মাতৃ দিবসে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ‘মা পুজো’।
বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন শ্রদ্ধা ভক্তির সাথে নিজের মায়ের পুজো করে । প্রথমে জল দিয়ে মায়ের পা ধুয়ে দেয় পড়ুয়ারা, এরপর হাতজোড় করে মায়ের কাছে শপথ বাক্য পাঠ করে এমনকি প্রণাম করে মা কে পায়েস খাইয়ে দেয়।মায়েরাও নিজেদের সন্তানদের পায়েস খাইয়ে মিষ্টি মুখ করার। মায়ের সঙ্গে সন্তানদের যে নাড়ির টান ,অন্যান্য দেবীর মত প্রত্যেকের কাছে নিজের মা দেবীতুল্য আজকের এই অনুষ্ঠান থেকে মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ককে সুদৃঢ় করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি অভিভাবকরা।
এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষারত্ন জয় বসাক বলেন, সন্তানরা যাতে নিজের মা-বাবাকে ভালোবাসে তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেই উদ্দেশ্যেই মা পুজোর আয়োজন করা হয়েছে। প্রচুর অসহায় মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হয় এমনকি যৌথ পরিবার ভেঙে যায়।এইসব যাতে না হয় সেজন্য মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতেই এই উদ্যোগ।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস, খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্ণধার লক্ষীকান্ত রায় সহ অনেকে।