সন্দেশখালি ইস্যুঃ স্টিং অপারেশনের পাল্টা ভিডিয়ো প্রকাশ বিজেপির প্রকৃত সত্য দেশজুড়ে তুলে ধরা হবে, সরব তৃণমূল
Sandeshkhali issue: Counter video release of sting operation BJP's real truth will be exposed across the country, Sarab Trinamool

The Truth Of Bengal: ভোটের আগে সন্দেশখালি ইস্যুতে সরগরম বাংলা।দ্বিতীয় পর্বের স্টিং অপারেশনে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল স্বীকার করেন,যে মিথ্যা নির্যাতনের অভিযোগ দায়ের করতে বিজেপিকে দিতে হয়েছে ২হাজার টাকা,দিতে হয় মোবাইল, মদ ও গাড়ির তেল খরচ। এমনকি বুথ ভিত্তিক সংগঠন জোরদার করতে দিতে হয়েছে ৫হাজার টাকা।সেই ভিডিয়ো ভাইরাল হতেই চতুর্থ দফার ভোটের আগে বেশ বেকায়দায় বিজেপি।যদিও সেই ভিডিয়ো নিয়ে দেশজুড়ে প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।এবার তৃণমূলকে পাল্টা দিতে নতুন ভিডিয়ো প্রকাশ্যে আনল বিজেপি।সেখানে গেরুয়া চিত্রনাট্যের কথা অস্বীকার করা হয়েছে।
ভিডিয়োয় স্পষ্টতই দাবি করা হয়েছে,আসলে পরিবার বাঁচাতেই তৃণমূলের চাপে যাবতীয় কথা বলতে হয়েছে। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্টিং অপারেশনের ভিডিয়ো ফাঁস করা হয়।সেখানে স্পষ্টতই উল্লেখ করা হয় যে নির্যাতনের মিথ্যে কাহিনী তৈরি করা হয়েছিল।তাতে বিজেপি ব্যাকফুটে চলে যায়।জনজীবনে গেরুয়া শিবিরের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।এবার সেই প্রচারকে রুখতেই বিজেপির এই নয়া ভিডিয়ো বলে মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার বিজেপির তরফ থেকে ভিডিয়ো প্রকাশ করা হয়।সেই ভিডিয়োয় দেখানো হয় একজন মহিলা বলছেন,তাঁকে দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে।এর আগে ৪ মে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশিত ভিডিয়োয় এই মহিলাই অন্যকথা বলেন।মহিলাকে বলতে শোনা যায়,তিনি তাঁর স্বামী ও সন্তানদের বাঁচানোর জন্যই এই কথা বলতে বাধ্য হয়েছেন।
#Sandeshkhali : This afternoon, a victim, who had fled to Kolkata, for work and sustenance, after filing complaint against Sheikh Shahjahan, was kidnapped by a TMC Pradhan (lets call him DM for now), from Mominpur Bazar. She is now being threatened to speak against the BJP and…
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 11, 2024
এটি প্রকৃতপক্ষে এডিটেড ভিডিয়ো। সেখানে প্রশ্ন তোলা হয়েছে,১ঘন্টার বক্তব্যকে কেন ছোট করে দেখানো হয়েছে ? বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের তরফে এই ভিডিয়ো তুলে ধরা হয়েছে।যেখানে পরিষ্কার বিজেপি এই সন্দেশখালি নিয়ে পাল্টা প্রচারে নামতে চাইছে।তৃণমূল কংগ্রেস পাল্টা সরব ,আসলে মিথ্যাচার ঢাকতে গেরুয়া শিবির ফেক ভিডিয়োকে হাতিয়ার করছে।সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে,বাংলার বিরুদ্ধে মিথ্যাচার ফাঁস হয়ে যাওয়ায় মুখ লুকানোর চেষ্টায় বিজেপি।তাঁরা স্টিং অপারেশনের আসল ভিডিয়ো নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন।কিভাবে নির্যাতনের বানানো তথ্য বাংলার বদনাম করেছে তাও দেশজুড়ে তুলে ধরতে চান তৃণমূল নেতৃত্ব।মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই একযোগে সন্দেশখালি ইস্যু নিয়ে সোচ্চার হয়েছেন।বিজেপির নকল নির্যাতিতার কাণ্ড ফাঁস হয়ে যাওয়ায় বিজেপির নির্লজ্জ রাজনীতি প্রকাশ্যে এসেছে বলেও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তোপ দাগছেন। নারীদের দিয়ে মিথ্যে কথা লেখানো বা মিথ্যে তথ্য প্রকাশ করা জঘন্য অপরাধ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রচার সভায় তুলে ধরেছে। তাই সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে জবাব দিতে তৃণমূল কংগ্রেস যখন ময়দানে নামতে চাইছে তখন বিজেপির এই পাল্টা ভিডিয়ো প্রকাশ পদ্ম শিবিরের অস্বস্তি কমায় কিনা সেটাই ভোটের বাজারে লক্ষ্যণীয়।