
The Truth of Bengal : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথম বল করা সিদ্ধান্ত নেয় হার্দিক। নুয়ান থুসারার প্রথম বলেই ছয় মেরে শুরু করেন ফিল সল্ট। কিন্তু প্রথম ওভারের পঞ্চম বলে ফিরতে হয় তাঁকে। পরের ওভারে নারাইন কে বোল্ড করে ডাগআউটে ফেরান জসপ্রীত বুমরা। চতুর্থ ওভারের প্রথম বলেই ৭ রানে আউট হয়ে যান ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। তাঁর পরিবর্তে ব্যাট করতে নামেন চোট সারিয়ে সদ্য প্রথম একাদশে ফেরা নীতিশ রানা। ৫ ওভারের পাওয়ার প্লের শেষে কে কে আরের রান সংখ্যা ৩ উইকেটে ৪৫। ভেঙ্কটেশ আইয়ার ভালো ব্যাট করলেও পীযুষ চাওলার বলে ফিরতে হয় তাঁকেও। তিনি ২১ বলে ৪২ রান করেন। ১০ ওভারে কলকাতা ৯৭ রান করে ৪ উইকেটের বদলে। ১২ ওভারে রান আউট ফিরতে হয় নীতিশ রানাকে। ১২৫ রানে কলকাতা নাইট রাইডার্স নিজেদের ষষ্ঠ উইকেট হারায়। আন্দ্রে রাসেল ২৪ রান করে আউট হয়ে যান। তার পরে রিঙ্কু সিং একটু দাঁড়ালেও আর সেভাবে কেউ কিছু করতে পারে নি। কেকেআর ৭ উইকেটে ১৫৭ রান করে। মুম্বইকে জিততে হলে ১৬ ওভারে ১৫৮ রান করতে হবে।