দুর্যোগের পূর্বাভাস! সোমবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি! তারপরই হাওয়া বদল

The Truth Of Bengal : রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তার ফলে আগামী সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে ফের হাওয়া বদল এর সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা।
দিন কয়েক আগে বঙ্গবাসী ঘামে ভিজলেও সে ছবি উধাও। এখন বৃষ্টিতে ভিজছে রাজ্যবাসী । রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দক্ষিণবঙ্গের ছটি জেলায় ঝোড়ো হওয়ার তীব্রতা যেমন থাকবে তেমনি বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । দিন কয়েক আগে তাপমাত্রা যে হারে বেড়েছিল তাতে নাজেহাল অবস্থা ছিল রাজ্যবাসীর । বেশিরভাগ জেলার তাপমাত্রা ছিল ৪০ এর উপরে। সেই ছবি এখন আর নেই । বৃষ্টির ফলে স্বস্তি মিলেছে রাজ্যবাসীর । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব অসম থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার রয়েছে যা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তার ফলে এই বৃষ্টি।
বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর দাপট দেখা যাবে বীরভূম মুর্শিদাবাদ ,নদীয়া, পূর্ব মেদিনীপুর , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনাতে। শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির দাপট থাকলেও সামনের সপ্তাহের সোমবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। তবে মঙ্গলবার থেকে হাওয়া বদল এর সম্ভাবনা রয়েছে । ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। হাওড়াতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।