রাজ্যের খবর

Big Breaking : বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি, তদন্তে পুলিশ

Big Breaking: Bomb blast at BJP Gram Panchayat Pradhan's house, police investigating

The Truth Of Bengal : সৈকত মাইতি : পূর্ব মেদিনীপুর : খেজুরি : পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার ২ নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্ক এলাকাজুড়ে। আগুন ধরিয়ে দেওয়া হয় মোটর বাইকে বলে খবর। কে বা কারা এই ঘটনার সঙ্গেযুক্ত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

ইতিমধ্যেই পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে পুর্ব মেদিনীপুরের খেজুরিতে। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা, যদিও এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় পরিবারের সদস্যরা। এই খবর পাওয়ার পরই পুলিশ সারা রাত প্রহরার ব্যবস্থা করে নিতাই মণ্ডলের বাড়ির সামনে। শনিবার সকাল হতেই, খবর চাউর হয় এরপর গ্রামবাসীরা দলে দলে ভিড় জমান ওই বিজেপি নেতার বাড়ির সামনে। সকালে আরও পুলিশ ফোর্স নিয়ে আসা হয় ঘটনার তদন্তে। এখনও পর্যন্ত এলাকা থমথমে।

Related Articles