বিনোদন

বাঁচতে হলে থাকতে হবে নীরব,শব্দেই ধেয়ে আসছে বিপদ

If you want to live, you have to be silent, the danger is approaching with the sound

The Truth of Bengal: শব্দেই ধ্বংস, শব্দ করলেই ধেয়ে আসছে বিপদ, আক্রমণ এলিয়েন দের। কারণ যেদিন পৃথিবী শান্ত হয়েছিল সেই দিনটি অনুভব করতে হবে, এই বার্তা দিচ্ছে আ কোয়াইট প্লেস এর ট্রেলার। মাইকেল সারনোস্কি দ্বারা পরিচালিত, দ্বিতীয় ট্রেলারটি এলিয়েনদের আক্রমন ও শহরবাসীর বাঁচার উপায়ে থাকতে হবে নীরব এই গল্পই আদতে বলেছে। 28 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

“এটা শেষ দিন । আর মানুষ নেই। আর নিউইয়র্ক নেই। আর কিছুই নয়।” একবার ভাবুন তো পৃথিবীর শুরুতে যখন শান্ত ছিল সেই অনুভুতি কেমন হয়েছিল? প্যারামাউন্ট পিকচার্স চায় যে আপনি সেই দিনটি উপভোগ করুন যেদিন বিশ্ব শান্ত ছিল, অনুভব করতে পারবেন এই সিনেমায়। প্রথম দুটি A Quiet Place সিনেমার পরে এবার প্রিক্যুয়েলএর পালা। নিউ ইয়র্ক সিটিতে আচমকাই এলিয়েনদের আক্রমণ সেখানকার সমস্ত লোককে ধ্বংস করে দেয়, বাঁচতে উপায় একটাই। থাকতে হবে নীরব, সামান্যতম শব্দেও এসে পড়বে এলিয়েন।বেঁচে থাকার চেষ্টায়, তারা শিখছে। ছবিটি জন ক্রাসিনস্কির পোস্ট-অ্যাপোক্যালিপটিক হরর ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ একটি শান্ত স্থানের বিশ্বকে পুনরায় দেখার সুযোগ পাবেন আপনি তবে খানিক টুইস্টের মাধ্যমে। অপেক্ষা করতে হবে ২৮ শে জুন পর্যন্ত।

Related Articles