
The Truth Of Bengal : রুকেঙ্গে নেহি, ঝুকেঙ্গে নেহি মেজাজে একের পর এক ম্যাচ খেলে চলেছে কেকেআর বাহিনী। কলকাতাতেও সে ম্যাচের আঁচ যথেষ্ট রয়েছে। কলকাতাবাসি মজে রয়েছে আইপিএলে, আইপিএল জ্বরে কাঁপছে রীতিমতো। শনিবার ঘরের মাঠে খেলতে নামবে কেকেআর, এদিকে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কলকাতায় বৃষ্টি হলে ম্যাচ যদি কোন কারণে ভেস্তে যায় তাহলে মন খারাপ হয়ে যাবে সমর্থকদের কারণ এটাই ঘরের মাঠে কেকেআরের শেষ ম্যাচ । বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান প্র্যাকটিস বাতিল করে দিয়েছিল , নেপথ্য ছিল সেই বৃষ্টি। দুপুর থেকে তুমুল বৃষ্টির ফলে ইডেনে প্রাকটিস বাতিল করার সিদ্ধান্ত নেয় এই দুই দল।
তবে শনিবার যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ যদি ভেস্তে যায় বৃষ্টির জন্য তাহলে দুদল্ই এক পয়েন্ট করে পাবে। শীর্ষ থেকে এদিকে প্লে অফের রাস্তা পরিষ্কার করে ফেলেছে কেকেআর। সন্ধে সাড়ে সাতটা থেকে রয়েছে ম্যাচ। এই ম্যাচ জিতলেও মুম্বাই কোনমতেই প্লে অফে যেতে পারবে না। এদিকে কেকেআর এক পয়েন্ট পেলেই চলে যাবে একেবারে শেষ চারে । ইডেনে যে ম্যাচ রয়েছে তা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাঠে রোহিত শর্মা ২০০ রানের ইনিংস্ও খেলেছিলেন । ফলে ইডেন থেকে তিনি ফর্মে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে বৃষ্টিতে যদি ম্যাচ না হয় এমনটা হবে না বলেই মত বিশেষজ্ঞদের।