কলকাতা

যাদবপুরকে ‘পাখির চোখ’ বিজেপির, অনির্বাণের প্রচারে অশ্বিনী বৈষ্ণব

BJP's 'bird's eye' in Jadavpur, Ashwini Vaishnav in Anirban campaign

The Truth of Bengal: বাংলাকে পাখির চোখ করে এবারও লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। দিল্লি থেকে উড়ে আসছেন তাবড় তাবড় নেতারা। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো হেভিওয়েট। এবার যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ ডাঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচার করতে এলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

যাদবপুর লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। ১৯৮৪ সালে জায়ান্ট কিলার হিসেবে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায়কে। তারপর একটা সময় বামেদের দখলে চলে যায় যাদবপুর। সেই দিন এখন অতীত। বামেদের সরিয়ে অনেকদিন আগেই যাদবপুর দখলে নেয় তৃণমূল। আগের নির্বাচনে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী জিতলেও যাদবপুরে একটা উল্লেখযোগ্য ছবি দেখা গিয়েছিল। বামেদের হারিয়ে এখানে দ্বিতীয় হয়েছিলেন বিজেপি প্রার্থী ডঃ অনুপম হাজরা। ফলে এবার এই যাদবপুরে একটু বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি।

গেরুয়া শিবির এবার প্রার্থী বদল করে দাঁড় করিয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। পেশায় চিকিৎসক বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় জোর প্রচার চালাচ্ছেন এখানে। পরিচ্ছন্ন ইমেজের অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের দাবি, আগেরবারের থেকে এবার ভাল ফল হবে বিজেপির। তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। এদিন অনির্বাণের হয়ে প্রচারে আসেন আসেন রেলমন্ত্রী ডঃ অশ্বিনী বৈষ্ণব। তিনি আইন শৃঙ্খলা ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে কড়া আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। এদিন বলেন, বাংলার মানুষ এবার দুর্নীতির বিরুদ্ধে জবাব দিতে বিজেপি পাশে থাকবে।

এখানে বিজেপি যেমন প্রার্থী বদল করেছে, তেমনই তৃণমূল কংগ্রেসও প্রার্থী বদল করে লড়াইয়ে নেমেছে। দলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে এবার প্রার্থী করেছে তৃণমূল। নিজেদের জেতা আসন এবারও দখলে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী সায়নী ঘোষ। এই কেন্দ্রে এবার লড়াইয়ে আছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বিজেপি নিজেদের প্রার্থী হিসেবে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের অন্য আর একটি পরিচয়ও আছে। তিনি ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্টি। শুক্রবার ডাঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন। যাদবপুরে তিনি জিতবেন এবং রাজ্যে বিজেপির পক্ষে অপ্রত্যাশিত ভাল ফল হবে আশাপ্রকাশ করেছেন ডাঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

গড়িয়া থেকে সকাল ৯টায় মিছিল করে টালিগঞ্জ উত্তম কুমার মূর্তি পর্যন্ত বিজয় সংকল্প যাত্রা করে বিজেপি। বর্ণাঢ্য সেই শোভাযাত্রা এগিয়ে চলে এনএসসি বোস রোড ধরে। আলিপুরে মনোনয়নপত্র দাখিল করার পর বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় যান শ্যামাপ্রসাদ মুখার্জি’র বাড়িতে। সেখানে তাঁর মূর্তি-তে মাল্যদান করেন। যাদবপুর কেন্দ্রে তৃণমূল অ্যাডভান্টেজ থাকলেও রাজনৈতিক মহল মনে করছে এবার নজরকাড়া লড়াই হতে চলেছে রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই আসনে।

Related Articles